দেশ প্রতিক্ষণ, ঢাকা : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল ব্লক মার্কেটে মোট ১০ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৯০ লাখ ৯০ হাজার ৩৭৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪৬ কোটি ৯৯ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ডাচ-বাংলা ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ৩২ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। উত্তরা ফিন্যান্স ৬ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ২ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিএটিবিসি, ইস্টার্ন ইন্স্যুরেন্স, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ও উত্তরা ফিন্যান্স লিমিটেড।