দেশ প্রতিক্ষণ, ঢাকা : বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আব্দুল খালেক খান সন্ত্রাসবিরোধী অর্থায়ন ব্যাংকিং সংলাপ শীর্ষক সম্মেলনে অংশগ্রহণের নিমিত্তে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের যৌথ উদ্যোগে নর্থ ক্যারোলিনা রাজ্যের শার্লটি সিটিতে চারদিনব্যাপী ‘পঞ্চম বার্ষিক দ্বিপক্ষীয় সন্ত্রাসবিরোধী অর্থায়নে ব্যাংকিং সংলাপ’ শীর্ষক সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিচার বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় হুন্ডি প্রতিরোধ এবং আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্কে অর্থ সহায়তা বন্ধে প্রযুক্তিগত কার্যকর পদক্ষেপ গ্রহণের নিমিত্তে উক্ত সম্মেলনটির আয়োজন করা হয়। বাংলাদেশ সময় সোমবার রাতে শুরু হওয়া এ সংলাপে অংশগ্রহণের জন্য কমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইওসহ বাংলাদেশের সরকারি ও বেসরকারি ২৭টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। অনুষ্ঠানে আরও উপস্থিত রয়েছেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান আবু হেনা মোহাম্মদ রাজী হাসান এবং বাংলাদেশ ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব। বিজ্ঞপ্তি।