দেশ প্রতিক্ষণ, ঢাকা : সিকিউরিটিজ আইন ও বিধি-বিধানসমূহ লংঘনের জন্য এটিএ খান অ্যান্ড কোং (একেসি) চার্টার্ড একাউন্টেন্টসকে অডিটর প্যানেল থেকে বাদ দেয়ার সিদ্ধাস্ত গ্রহণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়। গতকাল বিএসইসির ৭০৩তম কমিশন সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সূত্র মতে, ATA Khan & Co., Chartered Accountants বিধিবদ্ধ নিরীক্ষক হিসেবে জেনারেশন নেক্সট ফ্যাসনস লিমিটেড (GNFL) কে বিধি বহির্ভূতভাবে তিন বছরের অধিক নিরীক্ষা করেছে। এবং ATA Khan & Co., Chartered Accountants উপরোক্ত সিকিউরিটিজ আইন ও বিধি-বিধানসমূহের লংঘন তার অডিট রিপোর্টে অন্তর্ভূক্ত করতে ব্যর্থ হওয়ায় সিকিউরিটিজ আইন ও বিধি-বিধানসমূহ লংঘিত হয়েছে। উক্ত সিকিউরিটিজ আইন ও বিধি-বিধানসমূহ লংঘনের জন্য কমিশন ATA Khan & Co., Chartered Accountants এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি Institute of Chartered Accountants of Bangladesh (ICAB) তে প্রেরণ করবে। এবং কমিশনের অডিটর প্যানেল থেকে ATA Khan & Co., Chartered Accountants কে বাদ দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।