দেশ প্রতিক্ষণ, ঢাকা : পুঁজিবাজারে তালিকাভুক্ত জেএমআই সিরিঞ্জ প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ’১৯) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইপিএস বেড়েছে ২২ পয়সা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, প্রথম প্রান্তিকে জেএমআই সিরিঞ্জের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.২২ টাকা, আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা। শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১১৭.৭৫ টাকা।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত বছর কোম্পানিটির শেয়ার সংখ্যা ছিল ১ কোটি ১০ লাখ, বর্তমানে কোম্পানিটির শেয়ার পরিমান ২ কোটি ২১ লাখ। সেই হিসাবে কোম্পানিটির ইপিএস গ্রোথ হয়েছে প্রায় ১২৫ শতাংশ। জেএমআই সিরিঞ্জ কোম্পানির ৫১ শতাংশ শেয়ার জাপানোর নিপ্রো কোম্পানি অধিগ্রহন করছে বলে ডিএসই সুত্রে জানা গেছে। বর্তমানে এ কোম্পানির লেনদেন যোগ্য শেয়ার রয়েছে ৪২ লাখ।