দেশ প্রতিক্ষণ, ঢাকা : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ টপটেন গেইনার তালিকার শীর্ষে রয়েছে হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ টাকা ৭০ পয়সা বা ২৮.১২ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রসঙ্গত, কোম্পানিটির ৩০ জুন, ২০১৯ সমাপ্ত হিসাব বছরে শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ১১ পয়সা। বছরের প্রথম ৩ প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর,১৯) কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান (ইপিএস) করেছে ২২ পয়সা। গতকাল রোববার হাক্কানি পাল্পের শেয়ার সর্বশেষ ৪৪ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৭১০ বারে ২ লাখ ১২ হাজার ৭৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮৯ লাখ টাকা।

গেইনার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জাহিন স্পিনিং লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১ টাকা ১০ পয়সা বা ১৮ টাকা ৬৪ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৭ টাকা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৫৮১ বারে ১৯ লাখ ৬৫ হাজার ৩৩৮টি শেয়ার লেনদেন করে।

তালিকার তৃতীয় স্থানে থাকা অ্যাপোলো ইস্পাতের ৪০ পয়সা বা ১০ শতাংশ দর বেড়েছে। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো, সেন্ট্রাল ফার্মা, প্রিমিয়ার লিজিং, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, আমরা নেটওয়ার্কস, সাফকো স্পিনিং ও আরএসআরএম স্টিল লিমিটেড।