দেশ প্রতিক্ষণ, ঢাকা : শাকিল রিজভী। ডিএসই ব্রোকার্স এসোসিয়েশনের (ডিবিএ) সভাপতি ও বাজার বিশ্লেষক। শাকিল রিজভী স্টক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। পুঁজিবাজারে চলমান বিষয় নিয়ে দৈনিক দেশ প্রতিক্ষণের সাথে আলাপকালে নানা সমস্যা ও সমাধানের কথা তুলে ধরেন।  শাকিল রিজভী বলেছেন, বাজারে যে টানা দরপতন হচ্ছিল সেটা আর হবে না। মন্দা এবং অস্থির পুঁজিবাজারে গত অক্টোবর মাসের ২২ দিনের লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৬৫ পয়েন্ট বা ৫ শতাংশ হারিয়েছে। তবে রোববার নভেম্বর মাসের প্রথম লেনদেনে এই সূচক ৩০ পয়েন্টের মতো বেড়েছে। তবে গতকাল কিছুটা কারেকশন হলেও আতঙ্কের কিছু নেই। খুব শিগরই বাজার ঘুরে দাঁড়াবে।

‘বাজারে টানা যে দরপতন হচ্ছিল, সেটা আপাতত বড় দরপতন হওয়ার সম্ভাবনা নেই। এখন আর ক্রমাগত পতন হবে না। বাড়বে-কমবে এমনটা হবে।’ ‘ভয় পেয়ে অনেক বিনিয়োগকারী শেয়ার বিক্রি করে দিচ্ছিল। সে কারণে সূচকের পতন হচ্ছিল। সেটি এখন বন্ধ হবে।’

শাকিল রিজভী আরো বলেন, ‘তারল্য সংকটের পাশাপাশি যে সব কোম্পানির বছর জুন মাসে শেষ হয়েছে তারা যে লভ্যাংশ ঘোষণা করেছিল সেগুলো খারাপ ছিল। অর্থাৎ ঔ কোম্পানিগুলো শেয়ারহোল্ডারদের ভালো লভ্যাংশ দেয়নি। সে কারণে পুঁজিবাজারে প্রায় টানা দরপতন হয়েছে।’

‘যেহেতু জুন ক্লোজিং কোম্পানিগুলোর ঘোষণা শেষ হয়ে গেছে। এখন ডিসেম্বরে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ অন্য কোম্পানির হিসাব বছর শেষ হবে। ফেব্রুয়ারি-মার্চে সেগুলোর লভ্যাংশ ঘোষণা আসবে। তার আগে পুঁজিবাজারে অব্যাহত দরপতনের সম্ভাবনা নেই।’

‘এখন আর আগের মত সূচক কমার সম্ভাবনা নেই; ৫০ পয়েন্ট বাড়বে, ২০ পয়েন্ট কমবে- এভাবেই হয়তো সূচক ইতিবাচক ধারার দিকে যাবে। যে সব কোম্পানির শেয়ারের দাম একটু বেশি বেড়েছিল সেগুলো কিন্তু কমে এখন সঠিক অবস্থায় এসেছে। এই অবস্থা থেকে আরও নিচের দিকে নামার সম্ভাবনা একবারেই কম। অন্য কোম্পানির দর কমতে কমতে একেবারে নিচে নেমে এসেছে।’ ‘দেখে-শুনে এই বাজারে শেয়ার কিনলে ভালো মুনাফা আসবে। বিনিয়োগকারীরা সেই সুযোগটা নিতে বাজারমুখি হবেন বলে আমার মনে হয়।’

অন্যদিকে অধ্যাপক মিজানুর রহমান দীর্ঘদিন পর বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যে উদ্বৃত্তকে পুঁজিবাজারের জন্য ‘সুখবর’ হিসেবে দেখছেন।
বাংলাদেশের পুঁজিবাজার নিয়ে আশার কথা শুনিয়েছেন তিনি। অধ্যাপক মিজানুর রহমান তিনি বলেন, দেড় বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান সূচক চলতি হিসাবের ভারসাম্যে (কারেন্ট অ্যাকাউন্ট ব্যালান্স) ঘাটতি (ঋণাত্মক) ছিল।এটিকে তারল্য সংকটের একটি পরিমাপক হিসেবে বিবেচনা করা হয়।

পুঁজিবাজারে যে দরপতন তার একটি কারণ ছিল এই তারল্য সংকট। চলতি হিসাবের ভারসাম্য উদ্বৃত্ত হওয়ায় বাজারে এর কোনো প্রভাব পড়বে কিনা-এ প্রশ্নের উত্তরে মিজানুর রহমান বলেন, ‘এর ইতিবাচক প্রভাব পুঁজিবাজারে পড়তে আমাদেরকে অপেক্ষা করতে হবে। এটা ছয় মাসের আগে বলা যাবে না। তবে কারেন্ট অ্যাকাউন্ট ব্যালান্স পজিটিভ হওয়া পুঁজিবাজারের জন্য একটি সুখবর।’

আমদানি কমায় বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যে উদ্বৃত্ত ধরে রেখেছে বাংলাদেশ; যা অর্থবছরের শেষ পর্যন্ত ধরে রাখা সম্ভব হবে কিনা- তা নিয়ে সংশ্রয় প্রকাশ করেছেন অর্থনীতির বিশ্লেষকরা।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, চলতি ২০১৯-২০ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-অগাস্ট) লেনদেন ভারসাম্যে উদ্বৃত্তের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ কোটি ৩০ লাখ ডলার। গত অর্থবছরের এই দুই মাসে উদ্বৃত্তের বদলে এই সূচকে ৭০ লাখ ডলার ঘাটতি (ঋণাত্মক) ছিল। চলতি হিসাবের ভারসাম্য বা ব্যালেন্স অফ পেমেন্টে ৫২৫ কোটি ৪০ লাখ ডলারের বড় ঘাটতি (ঋণাত্মক) নিয়ে শেষ হয়েছিল গত ২০১৮-১৯ অর্থবছর।