দেশ প্রতিক্ষণ, ঢাকা : সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৬৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে রতনপুর স্টিল রি-রোলিং মিলসের (আএসআরএম স্টিল)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহের শেষ কার্যদিবস রতনপুর স্টিল রি-রোলিং মিলসের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩০.৫০ টাকায়। আর গত বৃহস্পতিবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ২৬ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৪.৫০ টাকা বা ১৪.৭৫ শতাংশ কমেছে। এর মাধ্যমে রতনপুর স্টিল রি-রোলিং মিলস ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজারর তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বসুন্ধরা পেপারের ১৩.৪০ শতাংশ, মিরাকলের ১৩.১৬ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ১৩.১৬ শতাংশ, শ্যামপুর সুগারের ১৩.০৮ শতাংশ, প্রাইম টেক্সটাইলের ১২.৯৫ শতাংশ, বাংলাদেশ ওয়েল্ডিং ইলেক্ট্রোডসের ১২.৫৭ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ১২.২৬ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ১২.২৪ শতাংশ এবং জেমিনি সী ফুডের শেয়ার দর ১১.৭৫ শতাংশ কমেছে।