দেশ প্রতিক্ষণ, ঢাকা : পুঁজিবাজারে তালিকাভূক্তির অনুমোদনের অপেক্ষায় থাকা বস্ত্র খাতের রিং শাইন টেক্সটাইল লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০১৯ সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৭২ টাকা। এছাড়া সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪.৮৮ টাকা। আর শেয়ার প্রতি কার্যগরি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১.৮৩ টাকা। কোম্পানির বার্ষিক সাধারন সভা (এজিএম) আগামী ২৬ ডিসেম্বর, সকাল ১০টায়, সাভার গলফ ক্লাব, সাভার, ঢাকায় অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১১ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

এদিকে, প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’১৯) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৭০ টাকা।এর আগের বছর একই সময়ে আয় ছিল ০.৫০ টাকা। এছাড়া শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) হয়েছে ০.৫৮ টাকা। আর শেয়ার প্রতি সম্পদ হয়েছে ২৫.৫৩ টাকা।