দেশ প্রতিক্ষণ, ঢাকা : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিবিবি পাওয়ার লিমিটেডের পরিচালনা পর্ষদ নতুন কোম্পানিতে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ”জিবিবি টি এস্টেট লিমিটেডে” মোট শেয়ারের প্রায় ৪৯ শতাংশ বিনিয়োগ করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, জিবিবি পাওয়ার নতুন কোম্পানিটির জন্য পঞ্চগড় সদরে ওমরপুর মৌজায় ১৫০ থেকে ২০০ একর জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। পঞ্চগড়ে কোম্পানিটি চা চাষের পরিকল্পনা করেছে।

জিবিবি টি এস্টেটের জন্য কোম্পানিটি আনুমানিক ১৫ কোটি থেকে ২০ কোটি টাকা বিনিয়োগ করবে। কোম্পানিটি আরও জানায়, জিবিবি পাওয়ার ৩ হাজার ১৮০ বর্গফুট বাণিজ্যিক ফ্লোর ( বেসমন্টে কমন এরিয়া এবং ৪টি কার পার্কিং স্পেস অন্তর্ভুক্ত) কেনার সিদ্ধান্ত নিয়েছে। ধানমন্ডির মমতাজ প্লাজায় মিরপুর রোডে এই জায়গা কেনা হবে। রেজিস্ট্রেশন ও অন্যান্য ব্যয় ছাড়া কোম্পানির জমি কিনতে ৬ কোটি ৫০ লাখ টাকা খরচ হবে।