দেশ প্রতিক্ষণ, ঢাকা : ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) লেনদেনের ভিত্তিতে নভেম্বর মাসের শীর্ষ ২০ ব্রোকারেজ হাউজগুলোর তালিকা প্রকাশ করেছে। তালিকার ২০ ব্রোকারেজ হাউজগুলোর মধ্যে প্রথম স্থান দখলে করেছে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড। দ্বিতীয় স্থানে রয়েছে আইসিবি সিকিউরিটিজ অ্যান্ড ট্রেডিং কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে এছাড়া তৃতীয় স্থানে রয়েছে ব্রাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড। চতুর্থ স্থানে রয়েছে  ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। পঞ্চম স্থানে রয়েছে আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড ও ৬ষ্ট স্থানে রয়েছে ইবিএল সিকিউরিটিজ লিমিটেড। শীর্ষ ১০ তালিকার মধ্যে সপ্তম স্থানে রয়েছে ইউনাইটেড ফিন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি লিমিটেড, অষ্টম এমটিবি সিকিউরিটিজ, নবম শেলটেক ব্রোকারেজ, দশম সিটি ব্রোকারেজ লিমিটেড। এছাড়াও শীর্ষ ব্রোকারজের তালিকায় রয়েছে শান্তা সিকিউরিটিজ, ব্যাংক এশিয়া সিকিউরটিজ, ইউনিয়ন ক্যাপিটাল সিকিউরিটিজ, ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরটিজ, এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস, বিডি সানলাইফ সিকিউরিটিজ, রয়াল ক্যাপিটাল, শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ, এনসিসি ব্যাংক সিকিউরিটিজ অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস ও মশিউর সিকিউরটিজ লিমিটেড।