দেশ প্রতিক্ষণ, ঢাকা : পুঁজিবাজারে বীমা খাতের রাজত্ব চলছে। পুঁজিবাজারে আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৬৯৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৬০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬১৭ পয়েন্টে। ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪১২ কোটি ৩৭ লাখ টাকার। যা গত কার্যদিবস থেকে ৭০ কোটি ৯ লাখ টাকা বেশি।

লেনদেনের পরিমাণ ছিল ৪৮২ কোটি ৪৭ লাখ টাকা। গতকাল ডিএসইতে ৩৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৮টির, কমেছে ১৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৯১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৩২১ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ২২ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।