দেশ প্রতিক্ষণ, ঢাকা : আহসান এইচ মনসুর। বিশিষ্ট অর্থনীতিবিদ। বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক। পুঁজিবাজারের চলমান বিষয় নিয়ে দৈনিক দেশ প্রতিক্ষণের সাথে আলাপকালে নানা সমস্যার কথাও তুলে ধরেন।
তিনি নানা আলাপকালে বলেন, পুঁজিবাজারে গত সপ্তাহও ভালো যায়নি। পাঁচ দিনের লেনদেনের মধ্যে দুই দিন সূচক সামান্য বাড়লেও তিন দিন কমেছে। তার ধারাবাহিকতায় গতকাল নতুন সপ্তাহ শুরু হয়েছে দর পতনের মধ্য দিয়ে।
আহসান এইচ মনসুর বলেন, ‘যখন অর্থনীতির অবস্থা ভালো ছিল তখনও তার ইতিবাচক প্রভাব বাজারে লক্ষ্য করা যায়নি। সুশাসনের অভাব এবং নানা কারসাজির ঘটনার বিচার না হওয়ায় বাজারে বিনিয়োগকারীদের আস্থা ছিল না। এখন অর্থনীতির খারাপ অবস্থায় পুঁজিবাজারের অবস্থা আরও খারাপ হবে বলেই মনে হচ্ছে।’
গত কয়েক বছরে বাংলাদেশের অর্থনীতিতে যে গতি সঞ্চার হয়েছিল সেটা এখন অনেকটাই অনুপস্থিত। আর শেয়ারবাজারে মন্দা চলছে দীর্ঘদিন ধরেই। সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ-প্রণোদনার পরও পুঁজিবাজার চাঙ্গা হয়নি।