দেশ প্রতিক্ষণ, ঢাকা : যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েব সাইটিতে আবারও সমস্যা দেখা যাচ্ছে। গতকাল দুপুর সোয়া ২টা থেকে ডিএসইর ওয়েব সাইটে প্রবেশ করা যাচ্ছে না। দুপুর ২টা ৫০ মিনিট পরযন্ত ডিএসই ওয়েবসাইটে একাধিকবার প্রবেশের চেষ্টা করা হলেও সাইটিতে প্রবেশ করা যায়নি।

এর আগে গতকাল সকালেও ডিএসইর ওয়েবসাইটে যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় সোয়া ১ ঘণ্টা পর লেনদেনের তথ্য হালনাগাদ শুরু হয়েছে। এদিন সকাল ১০টা ৫৬ মিনিট থেকে ডিএসইতে লেনদেনের তথ্য বন্ধ হয়ে যায়। প্রায় ১ ঘন্টা ১৮ মিনিট পর অর্থাৎ দুপুর ১২টা ১৪ মিনিট থেকে ডিএসইতে তথ্য হালনাগাদ শুরু হয়। ডিএসইর পক্ষ থেকে এ অভিযোগের সত্যতা স্বীকার করে যান্ত্রিক ত্রুটির কথা বলা হয়েছে। ডিএসই জানায়, রাউটারে সমস্যার কারণে এমনটি হচ্ছে। এ সমস্যা সমাধানের জন্য কাজ চলছে।