দেশ প্রতিক্ষণ, ঢাকা : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সোমবারও মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। গতকাল ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৬২ পয়েন্ট কমেছে। এদিন ডিএসই লেনদেনও তলানিতে নেমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৬২ পয়েন্ট কমে  অবস্থান করছে ৪ হাজার ৫৩৩ পয়েন্টে। যা গত ৩৯ মাস বা ৭৯১ কর্মদিবসের মধ্যে সর্বন্মিন। এর আগে ২০১৬ সালের ৩১ আগস্ট ডিএসই এক্স সূচকের অবস্থান ছিল ৪ হাজার ৫২৬ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৫৬১ পয়েন্টে।

ডিএসইতে গতকাল টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৭৫ কোটি ২৯ লাখ টাকার। যা গত কার্যদিবস থেকে ৭৩ কোটি ৭২ লাখ টাকা কম। গতকাল লেনদেনের পরিমাণ ছিল ৩৪৯ কোটি ১ লাখ টাকা। গতকাল ডিএসইতে ৩৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৭টির, কমেছে  ২৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৮১৩ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ১২ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।