দেশ প্রতিক্ষণ, ঢাকা : বিদেশি কমার্শিয়াল ব্যাংক অব সিলনের সুদ নেয়ার হার ১০ দশমিক ৪৬ শতাংশ, ব্যাংক আল-ফালাহের ১০ দশমিক ২৩ শতাংশ।

বেসরকারি এবি ব্যাংকের ১০ দশমিক ১১ শতাংশ, সিটি ব্যাংকের ১১ দশমিক ১৩, আইএফআইসির ১১ দশমিক ৫৬, ইস্টার্নের ১০ দশমিক ৯৪, এনসিসির ১০ দশমিক ৭১, সাউথইস্টের ১০ দশমিক ২৪, স্যোসাইল ইসলামীর ১০ দশমিক ৫৪, ডাচ-বাংলার ১০ দশমিক ৮১, মার্কেন্টাইলের ১০ দশমিক ৫৮, স্ট্যান্ডার্ডের ১২ দশমিক ০২, ঢাকা ব্যাংকের ১১ দশমিক ০৩, ওয়ান ব্যাংকের ১১ দশমিক ০৪, এক্সিমের ১০ দশমিক ৭২, মিউচুয়াল ট্রাস্টের ১০ দশমিক ৮৫, প্রিমিয়ারের ১১ দশমিক ২৮, ফাস্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংকের ১১ দশমিক ৬৩, ব্যাংক এশিয়ার ১০ দশমিক ২৩, শাহজালাল ইসলামীর ১১ দশমিক ১২, যমুনার ১১ দশমিক ১৩, ব্র্যাক ব্যাংকের ১২ দশমিক ৮২, এনআরবি কর্মাশিয়ালের ১৩ দশমিক ১, এসবিএসির ১১ দশমিক ৮৬, মেঘনার ১১ দশমিক ৮৫, মিডল্যান্ডের ১২ দশমিক ৪৬, পদ্মার ১১ দশমিক ৮১, ইউনিয়নের ১২ দশমিক ৪৭, এনআরবির ১২ দশমিক ৭৭, এনআরবি গ্লোবালের ১৩ দশমিক ৫৭ এবং মধুমতি ব্যাংকের ঋণের গড় সুদহার ১২ দশমিক ৮৩ শতাংশীয় পয়েন্ট।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে ¯েপ্রড হার সবচেয়ে বেশি রয়েছে ডাচ বাংলা ব্যাংকের। ব্যাংকটি আমানতের বিপরীতে গড়ে ২ দশমিক ৩১ শতাংশ সুদ দিয়েছে। আর ঋণে সুদ নিয়েছে ১০ দশমিক ৮১ শতাংশ। ব্যাংকটির ¯েপ্রড দাঁড়িয়েছে ৮ দশমিক ৫০ শতাংশ।

বিদেশি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক আমানতের বিপরীতে গড়ে ১ দশমিক ৬৪ শতাংশ সুদ দিয়েছে। আর ঋণে সুদ নিয়েছে ৯ দশমিক ১৫ শতাংশ। এ ব্যাংকটির ¯েপ্রড দাঁড়িয়েছে ৭ দশমিক ৫১ শতাংশ। ব্র্যাক ব্যাংক আমানতের বিপরীতে সুদ দিয়েছে ৫ দশমিক ৬৭ শতাংশ আর ঋণের বিপরীতে নিয়েছে ১২ দশমিক ৮২ শতাংশ। ব্যাংকটির ¯েপ্রড দাঁড়িয়েছে ৭ দশমিক ১৫ শতাংশ।

গত অক্টোবর শেষে ব্যাংকগুলো গড়ে ৫ দশমিক ৬৬ শতাংশ সুদে আমানত নিয়েছে। আর ঋণ বিতরণ করেছে ৯ দশমিক ৫৮ শতাংশ সুদে। এতে করে ¯েপ্রড দাঁড়িয়েছে ৩ দশমিক ৯২ শতাংশীয় পয়েন্ট।

অক্টোবরে রাষ্ট্রীয় মালিকানার ব্যাংকগুলোর গড় ¯েপ্রড দাঁড়িয়েছে ২ দশমিক ২ শতাংশ, বিশেষায়িত ব্যাংকের ১ দশমিক ৭৫, বিদেশি ব্যাংকগুলোর ৬ দশমিক ৩১ এবং বেসরকারি ব্যাংকগুলোর ৪ দশমিক ০৪ শতাংশ।

এদিকে ঋণের সুদহার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনতে গত ১ ডিসেম্বর অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের নির্দেশনায় সাত সদস্যের কমিটি গঠন করে কেন্দ্রীয় ব্যাংক। কমিটিকে ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়, যা ১০ ডিসেম্বর শেষে হয়। কমিটি আজকে সুদহার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার বিভিন্ন সুপারিশসহ প্রতিবেদন দাখিল করবে। এগুলো যাচাই-বাছাই করে সুদহার কমানোর করণীয় বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার।