দেশ প্রতিক্ষণ, ঢাকা : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড। গতকাল কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩ টাকা ৯০ পয়সা বা ৯.৯৭ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, গতকাল কোম্পানিটি সর্বশেষ ৪৩ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২ হাজার ৮২৩ বারে ৪০ লাখ ৮ হাজার ১৬৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৭ কোটি ৯ লাখ টাকা। গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৭০ পয়সা বা ৯.৬৬ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ১৯ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৬৩২ বারে ৭ লাখ ৮৪ হাজার ৬৪৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৪৭ লাখ টাকা। তালিকার তৃতীয় স্থানে থাকা কে অ্যান্ড কিউ লিমিটেডের ১৮ টাকা ১০ পয়সা বা ৮.৫ শতাংশ দর বেড়েছে। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, ইফাদ অটোস, ঢাকা ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, অ্যাপেক্স ট্যানারি, কেডিএস এক্সেসরিজ ও নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড।