দেশ প্রতিক্ষণ, ঢাকা : ডিএসইতে লেনদেনের প্রথম দিনে রিং শাইন টেক্সটাইলের ১ কোটি ২০ লাখ ২১ হাজার ৬৯২টি শেয়ার বিক্রয় হয়েছে। যার আর্থিক মূল্য ১৮ কোটি ৩ লাখ ২৫ হাজার টাকা। এদিন কোম্পানিটির শেয়ার সর্বোচ্চ মূল্য ১৫ টাকাতেই লেনদেন শেষ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। গতকাল বৃহস্পতিবার কোম্পানিটি প্রথম দিনেই সর্বোচ্চ মূল্যে লেনদেন শেষ করেছে। এদিন শেয়ারটির দর ৫০ শতাংশ বা ৫ টাকা বেড়েছে। ডিএসইতে কোম্পানিটির শেয়ার মোট ১০ হাজার ৮৪৬ বার হাতবদল হয়।

নতুন নিয়ম অনুসারে, লেনদেন শুরুর প্রথম দিনে সংশ্লিষ্ট কোম্পানির শেয়ারের দাম আইপিওর অফার মূল্যের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বাড়তে পারবে। একইভাবে ৫০ শতাংশ পর্যন্ত কমতে পারবে; এর বেশি নয়। দ্বিতীয় দিনে শেয়ারের মূল্য বাড়তে বা কমতে পারবে আগের দিনের ক্লোজিং মূল্য বা ওই দিনের প্রারম্ভিক সমন্বিত মূল্যের ৫০ শতাংশ পর্যন্ত। আইপিওতে রিং শাইনের ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের অফার মূল্য ১০ টাকাই ছিল। আর রোববার শেয়ারটির মূল্য বৃহস্পতিবারের ক্লোজিং মূল্যের চেয়ে ৫০ শতাংশ পর্যন্ত বাড়তে বা কমতে পারবে। প্রথম দিনে কোম্পানিটির শেয়ারের দাম বেড়ে ১৫ টাকা হয়েছে, তাহলে রোববার তা বেড়ে সর্বোচ্চ ২২ টাকা ৫০ পয়সা অথবা কমে ৭ টাকা ৫০ পয়সা হতে পারবে। রিং শাইনের শেয়ারের লেনদেনের তৃতীয় দিন অর্থাৎ সোমবার থেকে শেয়ারটির মূল্য পরিবর্তন হতে পারবে ১০ শতাংশ পর্যন্ত করে।