দেশ প্রতিক্ষণ, ঢাকা : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে পুঁজিবাজারে সদ্য তালিকাভুক্ত কোম্পানি রিং শাইন টেক্সটাইল লিমিটেড। এদিন কোম্পানিটির ১৫ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার কোম্পানিটি পুঁজিবাজারে লেনদেন শুরু করে। ওইদিন থেকে পরপর তিন দিন কোম্পানিটি লেনদেনের শীর্ষে রয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির মোট ১ কোটি ২৪ লাখ ৯৭ হাজার টি শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় স্থানে উঠে আসা বিকন ফার্মার শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ২৮ লাখ টাকার। এদিন কোম্পানিটি ৩৩ লাখ ৬০ হাজার ৩৭৩টি শেয়ার হাতবদল করেছে। স্কয়ার ফার্মা ৭ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে। লেনদেনের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে স্ট্যান্ডার্ড সিরামিক, ব্রাক ব্যাংক, কেপিসিএল, জেনেক্সে ইনফোসিস, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ন্যাশনাল টিউবস ও গ্রামীণফোন লিমিটেড।