দেশ প্রতিক্ষণ, ঢাকা : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ ব্লক মার্কেটে মোট ৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর ৬ লাখ ৫৮ হাজার ৫৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৯ কোটি ৩ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৩ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে স্ট্যান্ডার্ড সিরামিকস লিমিটেডের। রেনেটা ৩ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। তৃতীয় স্থানে থাকা লাফার্জহোলসিম ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- গ্রামীণফোন, নর্দার্ণ ইন্স্যুরেন্স, রেকিট বেনকিজার,স্কয়ার ফার্মা ও জাহিন স্পিনিং লিমিটেড।