দেশ প্রতিক্ষণ, ঢাকা : পুঁজিবাজারে আজ সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচকের উত্থানে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন।  ডিএসইর প্রধান সূচক বেড়েছে ২৮.১৭ পয়েন্ট। এই উত্থানে ইউনাইটেড পাওয়ার জেনারেশনের কারনে ১১.৩৫ পয়েন্ট বৃদ্ধি সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। কোম্পানিটির শেয়ার দর আগের দিন থেকে ১৪.৭০ টাকা বৃদ্ধিতে সূচক বাড়ে ১২.২২ পয়েন্ট। সূচকের উত্থানে ইউনাইটেড পাওয়ারের পরে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে স্কয়ার ফার্মা।

আজ এ কোম্পানির দর বৃদ্ধিতে সূচক বেড়েছে ৩.১৯ পয়েন্ট। এরপরে রেনেটার কারনে ১.৪৭ পয়েন্ট, সিঙ্গার বিডির কারনে ০.৮৩ পয়েন্ট ও বাংলাদেশ সাবমেরিনের কারনে ০.৭৫ পয়েন্ট বেড়েছে। অন্যদিকে আজ সূচকে সবচেয়ে বেশি নেতিবাচক ভূমিকা রেখেছে শাহজালাল ইসলামী ব্যাংক। এ কোম্পানির দর হ্রাসে সূচক কমেছে ০.৭৪ পয়েন্ট। এরপরে গ্রামীণফোনের কারনে ০.৬১ পয়েন্ট, ব্যাংক এশিয়ার কারনে ০.৫৫ পয়েন্ট, আইডিএলসির কারনে ০.৫৪ পয়েন্ট ও সামিট পাওয়ারের কারনে ০.৫১ পয়েন্ট কমেছে।