দেশ প্রতিক্ষণ, ঢাকা : পুঁজিবাজারে ধারাবাহিক মন্দা পরিস্থিতি দূর করতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সক্রিয় হতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বীমা খাতে তালিকাভুক্ত অধিকাংশ কোম্পানিতে নভেম্বর মাসে বিনিয়োগ বাড়িয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। ডিএসইর নভেম্বর মাসের হালনাগাদ তথ্য পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

চলতি বছরের অক্টোবরের তুলনায় নভেম্বর মাসে এ খাতে তালিকাভুক্ত ৪৭টির মধ্যে ২৪টি বা ৫১ শতাংশ কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে। বাকি ১৬টি বা ৩৪ শতাংশ কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে এবং ৭টি বা ১৫ শতাংশ কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ অপরিবর্তিত রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর এক হালনাগাদ হিসাবে এ তথ্য উঠে এসেছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সার্বিক দিক বিবেচনা ও বিচার বিশ্লেষন করে বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগ করে থাকেন। যে খাতে কোম্পানিগুলোর আয়ে ইতিবাচক খবর রয়েছে, সেসব খাতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ধাবিত হতে থাকে। যার কিছুটা প্রভাব এ খাতে পড়েছে।

বীমা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলো হলো: বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (বিজিআইসি), সিটি জেনারেল ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ফিনিক্স ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, সানলাইফ ইন্স্যুরেন্স এবং তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সে লিমিটেড।

বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে (বিজিআইসি)নভেম্বরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ দাঁড়িয়েছে ৪৬.৮২ শতাংশ। অক্টোবরে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৪৬.৫২ শতাংশ। এক মাসের ব্যবধানে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ০.৩০ শতাংশ।

সিটি জেনারেল ইন্স্যুরেন্সে নভেম্বরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ দাঁড়িয়েছে ২০.২০ শতাংশ। অক্টোবরে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৬.৮০ শতাংশ। এক মাসের ব্যবধানে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ৩.৪ শতাংশ।

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সে নভেম্বরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ দাঁড়িয়েছে ২০.৬১ শতাংশ। অক্টোবরে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২০.৫৭ শতাংশ। এক মাসের ব্যবধানে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ০.০৪ শতাংশ।

ইস্টার্ন ইন্স্যুরেন্সে নভেম্বরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ দাঁড়িয়েছে ২৬.৪৭ শতাংশ। অক্টোবরে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২৫.৩৩ শতাংশ। এক মাসের ব্যবধানে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ১.১৪ শতাংশ।

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে নভেম্বরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ দাঁড়িয়েছে ৪০.১২ শতাংশ। অক্টোবরে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৪০.১০ শতাংশ। এক মাসের ব্যবধানে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ০.০২ শতাংশ।

ফেডারেল ইন্স্যুরেন্সে নভেম্বরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ দাঁড়িয়েছে ৩.৪০ শতাংশ। অক্টোবরে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২.৫৪ শতাংশ। এক মাসের ব্যবধানে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ০.৮৬ শতাংশ।

গ্লোবাল ইন্স্যুরেন্সে নভেম্বরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ দাঁড়িয়েছে ১৬.৬১ শতাংশ। অক্টোবরে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৫.৩২ শতাংশ। এক মাসের ব্যবধানে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ১.২৯ শতাংশ।

জনতা ইন্স্যুরেন্সে নভেম্বরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ দাঁড়িয়েছে ১২.৫৮ শতাংশ। অক্টোবরে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১০.৫৪ শতাংশ। এক মাসের ব্যবধানে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ২.০৪ শতাংশ।

কর্ণফুলী ইন্স্যুরেন্সে নভেম্বরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ দাঁড়িয়েছে ৫.১৪ শতাংশ। অক্টোবরে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৫.০৫ শতাংশ। এক মাসের ব্যবধানে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ০.০৯ শতাংশ।

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে নভেম্বরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ দাঁড়িয়েছে ১৫.৩৯ শতাংশ। অক্টোবরে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৫.২৭ শতাংশ। এক মাসের ব্যবধানে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ০.১২ শতাংশ।

পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে নভেম্বরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ দাঁড়িয়েছে ১৪.৩৬ শতাংশ। অক্টোবরে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৪.৩১ শতাংশ। এক মাসের ব্যবধানে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ০.০৫ শতাংশ।

প্যারামাউন্ট ইন্স্যুরেন্সে নভেম্বরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ দাঁড়িয়েছে ১৫.০৫ শতাংশ। অক্টোবরে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৭.১০ শতাংশ। এক মাসের ব্যবধানে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ৭.৯৫ শতাংশ।

ফিনিক্স ইন্স্যুরেন্সে নভেম্বরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ দাঁড়িয়েছে ২৩.৮৪ শতাংশ। অক্টোবরে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২৩.৮১ শতাংশ। এক মাসের ব্যবধানে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ০.০৩ শতাংশ।

পপুলার লাইফ ইন্স্যুরেন্সে নভেম্বরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ দাঁড়িয়েছে ১৫.৭৭ শতাংশ। অক্টোবরে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৫.৭৫ শতাংশ। এক মাসের ব্যবধানে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ০.০২ শতাংশ।

প্রগতি ইন্স্যুরেন্সে নভেম্বরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ দাঁড়িয়েছে ৩০.২৪ শতাংশ। অক্টোবরে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২৯.০৫ শতাংশ। এক মাসের ব্যবধানে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ১.১৯ শতাংশ।

প্রগতি লাইফ ইন্স্যুরেন্সে নভেম্বরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ দাঁড়িয়েছে ২৫.৮০ শতাংশ। অক্টোবরে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২৫.৭১ শতাংশ। এক মাসের ব্যবধানে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ০.০৯ শতাংশ।

প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সে নভেম্বরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ দাঁড়িয়েছে ২৩.১১ শতাংশ। অক্টোবরে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২২.৩১ শতাংশ। এক মাসের ব্যবধানে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ০.৮ শতাংশ।

রিপাবলিক ইন্স্যুরেন্সে নভেম্বরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ দাঁড়িয়েছে ১০.৯৪ শতাংশ। অক্টোবরে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৮.৬০ শতাংশ। এক মাসের ব্যবধানে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ২.৩৪ শতাংশ।

রূপালী ইন্স্যুরেন্সে নভেম্বরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ দাঁড়িয়েছে ৯.৪০ শতাংশ। অক্টোবরে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৮.৮০ শতাংশ। এক মাসের ব্যবধানে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ০.৬ শতাংশ।

রূপালী লাইফ ইন্স্যুরেন্সে নভেম্বরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ দাঁড়িয়েছে ১১.৭৯ শতাংশ। অক্টোবরে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১০.৭৩ শতাংশ। এক মাসের ব্যবধানে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ১.০৬ শতাংশ।

সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সে নভেম্বরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ দাঁড়িয়েছে ২২.১১ শতাংশ। অক্টোবরে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২১.৬২ শতাংশ। এক মাসের ব্যবধানে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ০.৪৯ শতাংশ।

স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সে নভেম্বরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ দাঁড়িয়েছে ৪.৬৩ শতাংশ। অক্টোবরে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৪.২৫ শতাংশ। এক মাসের ব্যবধানে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ০.৩৮ শতাংশ।

সানলাইফ ইন্স্যুরেন্সে নভেম্বরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ দাঁড়িয়েছে ২৬.৭০ শতাংশ। অক্টোবরে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২৬.৩৭ শতাংশ। এক মাসের ব্যবধানে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ০.৩৩ শতাংশ।

তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সে নভেম্বরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ দাঁড়িয়েছে ১৪.৯৭ শতাংশ। অক্টোবরে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৪.৮২ শতাংশ। এক মাসের ব্যবধানে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ০.১৫ শতাংশ।

বীমা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমে যাওয়া কোম্পানিগুলো হলো- অগ্রণী ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশানাল ইন্স্যুরেন্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স, নর্দার্ন জেনারেল ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স এবং ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেড।

নভেম্বরের হালনাগাদ তথ্য অনুসারে- অগ্রণী ইন্স্যুরেন্সে নভেম্বরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ দাঁড়িয়েছে ১৮.০১ শতাংশ। অক্টোবরে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৮.২৮ শতাংশ। এ মাসের ব্যবধানে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে ০.২৭ শতাংশ।

এশিয়া ইন্স্যুরেন্সে নভেম্বরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ দাঁড়িয়েছে ১৫.৬৭ শতাংশ। অক্টোবরে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২৩ শতাংশ। এক মাসের ব্যবধানে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে ৭.৩৩ শতাংশ।

বাংলাদেশ ন্যাশানাল ইন্স্যুরেন্সে নভেম্বরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ দাঁড়িয়েছে ৬.৯৪ শতাংশ। অক্টোবরে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৮.২৬ শতাংশ। এক মাসের ব্যবধানে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে ১.৩২ শতাংশ।

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের নভেম্বরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ দাঁড়িয়েছে ২৩.১১ শতাংশ। অক্টোবরে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২৫.১৬ শতাংশ। এক মাসের ব্যবধানে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে ২.০৫ শতাংশ।

ঢাকা ইন্স্যুরেন্সে নভেম্বরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ দাঁড়িয়েছে ৬.৯৯ শতাংশ। অক্টোবরে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৭.২০ শতাংশ। এক মাসের ব্যবধানে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে ০.২১ শতাংশ।

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সে নভেম্বরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ দাঁড়িয়েছে ২৭.১৯ শতাংশ। অক্টোবরে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৩০ শতাংশ। এক মাসের ব্যবধানে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে ২.৮১ শতাংশ।

ইসলামী ইন্স্যুরেন্সে বাংলাদেশ লিমিটেডে নভেম্বরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ দাঁড়িয়েছে ২৪.৮৯ শতাংশ। অক্টোবরে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২৫.৭৫ শতাংশ। এক মাসের ব্যবধানে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে ০.৮৬ শতাংশ।

মেঘনা লাইফ ইন্স্যুরেন্সে নভেম্বরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ দাঁড়িয়েছে ৩২.৩০ শতাংশ। অক্টোবরে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৩৩.৭৪ শতাংশ। এক মাসের ব্যবধানে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে ১.৪৪ শতাংশ।

মার্কেন্টাইল ইন্স্যুরেন্সে নভেম্বরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ দাঁড়িয়েছে ২১.৮৪ শতাংশ। অক্টোবরে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২২.৩৭ শতাংশ। এক মাসের ব্যবধানে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে ০.৫৩ শতাংশ।

নিটল ইন্স্যুরেন্সে নভেম্বরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ দাঁড়িয়েছে ১৬.৮১ শতাংশ। অক্টোবরে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২৩.৬৫ শতাংশ। এক মাসের ব্যবধানে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে ৬.৮৪ শতাংশ।

নর্দার্ন জেনারেল ইন্স্যুরেন্সে নভেম্বরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ দাঁড়িয়েছে ৩২.৮৭ শতাংশ। অক্টোবরে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৩৪.৪৩ শতাংশ। এক মাসের ব্যবধানে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে ১.৫৬ শতাংশ।

পিপলস ইন্স্যুরেন্সে নভেম্বরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ দাঁড়িয়েছে ২৮.০৯ শতাংশ। অক্টোবরে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২৯.৪৭ শতাংশ। এক মাসের ব্যবধানে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে ১.৩৮ শতাংশ।

প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে নভেম্বরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ দাঁড়িয়েছে ৪৩.৬৮ শতাংশ। অক্টোবরে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৪৩.৬৯ শতাংশ। এক মাসের ব্যবধানে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে ০.০১ শতাংশ।

প্রভাতী ইন্স্যুরেন্সে নভেম্বরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ দাঁড়িয়েছে ১৩.৬৯ শতাংশ। অক্টোবরে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৭.২৬ শতাংশ। এক মাসের ব্যবধানে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে ৩.৫৭ শতাংশ।

সোনার বাংলা ইন্স্যুরেন্সে নভেম্বরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ দাঁড়িয়েছে ১৯.২৭ শতাংশ। অক্টোবরে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২৫.৫২ শতাংশ। এক মাসের ব্যবধানে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে ৬.২৫ শতাংশ।

ইউনাইটেড ইন্স্যুরেন্সে নভেম্বরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ দাঁড়িয়েছে ৩৭.৯১ শতাংশ। অক্টোবরে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৩৭.৮৯ শতাংশ। এক মাসের ব্যবধানে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে বেড়েছে ০.০২ শতাংশ।

অন্যদিকে, বীমা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ অপরিবর্তিত থাকা কোম্পানিগুলো হলো- এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, গ্রীনডেল্টা ইন্স্যুরেন্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স এবং প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেড।

এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সে নভেম্বরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ দাঁড়িয়েছে ৩০.২০ শতাংশ। অক্টোবরে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৩০.২০ শতাংশ। অতএব কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ অপরিবর্তিত রয়েছে।

সেন্ট্রাল ইন্স্যুরেন্সে নভেম্বরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ দাঁড়িয়েছে ১০ শতাংশ। অক্টোবরেও কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১০ শতাংশ।

গ্রীনডেল্টা ইন্স্যুরেন্সে নভেম্বরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ দাঁড়িয়েছে ১৪.২৮ শতাংশ। অক্টোবরেও কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৪.২৮ শতাংশ।

পাইওনিয়ার ইন্স্যুরেন্সে নভেম্বরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ দাঁড়িয়েছে ২৩ শতাংশ। অক্টোবরেও কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২৩ শতাংশ।

পূরবী জেনারেল ইন্স্যুরেন্সে নভেম্বরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ দাঁড়িয়েছে ১৪.১৯ শতাংশ। অক্টোবরেও কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৪.১৯ শতাংশ।

রিলায়েন্স ইন্স্যুরেন্সে নভেম্বরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ দাঁড়িয়েছে ৬.৩৫ শতাংশ। অক্টোবরেও কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৬.৩৫ শতাংশ।

প্রাইম ইন্স্যুরেন্সে নভেম্বরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ দাঁড়িয়েছে ১১ শতাংশ। অক্টোবরেও কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১১ শতাংশ।

সংশ্লিষ্টরা বলছেন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বিনিয়োগ বাড়িয়েছেন এটা ভালো লক্ষণ। তারা ভালো মৌলভিত্তি সম্পন্ন কোম্পানিতে বিনিয়োগ বাড়ায়। তবে, অতীতে বিনিয়োগকারীরা বীমা খাতে বিনিয়োগ করে বেশ লোকসানে পড়েছিল, ক্ষতিগ্রস্ত হয়েছিল।

তারা বলছেন, দীর্ঘদিন অবহেলিত থাকার পর এ খাতের কোম্পানির শেয়ার দর বেশ উল্লম্ফন দেখা যাচ্ছে। এর পেছনে কোনো অপতৎপরতা বা কোনো চক্র জড়িত আছে কি না তা নিয়ন্ত্রক সংস্থাকে খতিয়ে দেখা উচিত।