দেশ প্রতিক্ষণ, ঢাকা: নানা জল্পনা কল্পনার অবসান ঘটে অবশেষে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে বিতর্কিত ব্যক্তিকে বেছে নিচ্ছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। অনিয়মের অভিযোগ থাকা ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী সানাউল হককে এমডি করতে ডিএসই’র একজন শেয়ারহোল্ডার পরিচালক মরিয়া প্রচেষ্টায় তিনি হচ্ছেন ডিএসই এমডির। ওই শেয়ারহোল্ডার পরিচালক ডিএসই’র এমডি নিয়োগ-সংক্রান্ত ‘নমিনেশন অ্যান্ড রিমিউনারেশন কমিটিতে’ (এনআরসি) রয়েছেন।

তবে আইসিবি’র ‘বিতর্কিত’ সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী সানাউল হককে উচ্চ বেতনে নিয়োগের প্রস্তাব দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পর্ষদের একটি অংশ। যা তার সাবেক কর্মস্থল আইসিবি থেকে প্রায় সাড়ে ৪ গুণ বেশি। একজন ‘বিতর্কিত’ ব্যক্তিকে এমন উচ্চ বেতনে ডিএসইর পর্ষদের নিয়োগ দেওয়ায় নানা তোলপাড় শুরু হয়েছে বিনিয়োগকারী ও ব্রোকারেজ হাউজসহ মিডিয়া পাড়ায়। সকলে মনে এ নিয়ে চরম ক্ষোভ বিরাজ করছে। এ বিষয় মানতে পারছেন না ব্রোকাররা।

কাজী সানাউল হককে নিয়ে বিতর্ক থাকলেও ডিএসইর পর্ষদের একজন ‘বিতর্কিত’ পরিচালকের নেতৃত্বে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে তাকে নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার ডিএসইর পর্ষদে উপস্থিত পরিচালকদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ ৬ জনের সম্মতিতে তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

যার নিয়োগে ৩ জন বা ৭৫ শতাংশ শেয়ারহোল্ডার পরিচালকসহ ৪ জন সম্মতি দেননি। তবে পর্ষদ নিয়োগ দিলেও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন লাগবে। অর্থাৎ কাজী সানাউল হকের চূড়ান্ত নিয়োগের বিষয়টি এখন বিএসইসির কাছে।

ডিএসই কর্তৃপক্ষ কাজী সানাউল হককে মাসিক গ্রোস ৮ লাখ টাকা বেতনের পাশাপাশি দুই ঈদ বোনাস, গাড়ি, গাড়ির জ্বালানি, গাড়ি রক্ষণাবেক্ষন খরচ, ড্রাইভারের বেতন, লাইফ ইন্স্যুরেন্স, চিকিৎসা, স্ত্রীর চিকিৎসা, ছেলে-মেয়েদের চিকিৎসা ও মোবাইল বিলবাবদ প্রায় ৪ লাখ টাকা দেবে। যাতে সানাউলের জন্য ডিএসইর মাসিক ব্যয় হবে প্রায় ১২ লাখ টাকা।