দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্রমন ও আবাসন খাতের কোম্পানি পেনিনসুলা চিটাগংয়ের মুনাফার হঠাৎ ধ্বসের কারণ কি এ প্রশ্ন এখন খোদ বিনিয়োগকারীদের। এদিকে পুঁজিবাজারে ধ্বস চলছে, অন্যদিকে কোম্পানিগুলো মুনাফা ধ্বস দেখিয়ে বিনিয়োগকারীদের নি:স্ব করছে। এ কোম্পানি দ্বিতীয় প্রান্তিকে হঠাৎ এত মুনাফা কমার কারন খতিয়ে দেখার দাবী জানিয়েছেন বিনিয়োগকারীরা।

চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (২০১৯ সালের অক্টোবর-ডিসেম্বর) শেয়ারবাজারে তালিকাভুক্ত পেনিনসুলা চিটাগংয়ের শেয়ার প্রতি মুনাফা আগের বছরের তুলনায় কমে প্রায় অর্ধেকে দাঁড়িয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদের সরবরাহ করা আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএসই জানিয়েছে, চলতি হিসাব বছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) করেছে ১৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২৩ পয়সা। সে হিসাবে আগের বছরের তুলনায় শেয়ার প্রতি মুনাফা কমেছে ১০ পয়সা।

দ্বিতীয় প্রান্তিকের মতো অর্ধবার্ষিক (২০১৯ সালের জুলাই-ডিসেম্বর) হিসাবেও কোম্পানিটির মুনাফা কমেছে। চলতি হিসাব বছরের জুলাই-ডিসেম্বর সময়ে শেয়ারপ্রতি মুনাফা ৩০ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৬৬ পয়সা। অর্থাৎ ছয় মাসের হিসাবে শেয়ার প্রতি মুনাফা কমেছে ৩৬ পয়সা।

এদিকে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য আগের বছরের তুলনায় কমেছে। ২০১৯ সালের ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩১ টাকা ১৮ পয়সা, যা ২০১৯ সাল জুন শেষে ছিল ৩১ টাকা ৬৩ পয়সা। প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ বা ক্যাশ ফ্লো ২০১৯ সালের জুলাই-ডিসেম্বর সময়ে দাঁড়িয়েছে ৬৫ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২৩ পয়সা।