দেশ প্রতিক্ষণ, ঢাকা: শহীদ আসাদ দিবসে তার স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। আজ সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজের পাশে শহীদ আসাদের স্মৃতিস্তম্ভে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ ছাত্রলীগের বিভিন্ন শাখার নেতাকর্মীরা।

শহীদ আসাদ পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের নেতা ছিলেন। ১৯৬৯ সালের এই দিনে গণঅভ‌্যুত্থানের সময় পুলিশের গুলিতে নিহত হওয়ার সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুব খান সরকারের বিরুদ্ধে বাঙালি ছাত্রদের ১১ দফা কর্মসূচির মিছিলে নেতৃত্ব দিতে গিয়ে পুলিশের গুলিতে প্রাণ হারান ছাত্রনেতা আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান।

আসাদ শহীদ হওয়ার পর ২৪ জানুয়ারি আওয়ামী লীগের ছয় দফা ও ছাত্রদের ১১ দফার ভিত্তিতে ঢাকাসহ সারা দেশে রাজপথে নেমে আসেন সর্বস্তরের মানুষ, পতন ঘটে আইয়ুব খান সরকারের।