দেশ প্রতিক্ষণ, ঢাকা: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৩টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ১৩ লাখ ৩৬ হাজার ৪১৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৬৪ কোটি ৪১ লাখ ৫০ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১৫ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে বিকন ফার্মার। দ্বিতীয় স্থানে থাকা স্কয়ার ফার্মার ১৩ কোটি ৫৭ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তৃতীয় স্থানে থাকা রেনেটার ৯ কোটি ৬৭ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ।

এছাড়া আমরা টেকনোলজির ৫ লাখ, এডিএন টেলিকমের ৫ লাখ, ব্যাংক এশিয়া ১ কোটি ৯ লাখ ১০ হাজার, বেঙ্গল উইন্ডসর ৩ কোটি ৪৪ লাখ, ব্র্যাক ব্যাংক ৫ কোটি ২৩ লাখ, বেক্সিমকো ফার্মা ১ কোটি ১৮ লাখ ১০ হাজার, ড্যাফোডিল কম্পিউটার ৮ লাখ, ডাচবাংলা ব্যাংক ২৮ লাখ ৫০ হাজার, ইভেন্স টেক্সটাইল ২৯ লাখ, এফএএস ফিন্যান্স ৬ লাখ ৭০ হাজার, ফার্স্ট ফিন্যান্স ৬ লাখ, কেপিসিএল ৫ লাখ ৬০ হাজার, মেরিকো ১ কোটি ৬৪ লাখ, এমএল ডায়িং ৭৭ লাক ৩০ হাজার, নর্দার্ন জুট ৩১ লাখ, ন্যাশনাল টিউবস ৫ লাখ,

অলিম্পিক ১ কোটি ১ লাখ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ২৭ লাখ ৮০ হাজার, পাইওনির ইন্স্যুরেন্স ২৪ লাখ , প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ৬ লাখ ৭০ হাজার, প্যারামাউন্ট টেক্সটাইল ১ কোটি ৬৭ লাখ, সুহৃদ ইন্ডাস্ট্রিজ ৮৮ লাখ ৬০ হাজার, সিলকো ফার্মা ৯ লাখ, সিনো বাংলা ৫৫ লাখ ২০ হাজার, এসকে ট্রিমস ১ কোটি ৮০ লাখ, এসএস স্টিল ১ কোটি ৪৩ লাখ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ১ কোটি ৫১ লাখ ২০ হাজার, সামিট পাওয়ার ৮১ লাখ এবং ভিএফএস থ্রেড ডায়িংয়ের ১৩ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।