দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারের বিদ্যুৎ ও জ্বালানি খাতের তালিকাভুক্ত সামিট পাওয়ার লিমিটেড অন্তর্বর্তী ডিভিডেন্ড ঘোষণা করেছে। বৃহস্পতিবার কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথমার্ধের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই ডিভিডেন্ড ঘোষণা করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, অর্ধ-বর্ষ শেষে কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড প্রদান করবে। ডিভিডেন্ড বণ্টনে বিনিয়েগাকারী নির্ধারণে ২৪ ফেব্রুয়ারি রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

সূত্র জানায়, দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর–ডিসেম্বর’১৯) কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১.৪৪ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১.২০ টাকা।

এদিকে ছয় মাসে (জুলাই-ডিসেম্বর’১৯) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২.৮৪ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২.৫৪ টাকা। কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত নেট অপারেটিং ক্ল্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৫.২৪ টাকা এবং শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) হয়েছে ৩১.১২ টাকা।