মোবারক হোসেন, দেশ প্রতিক্ষণ, ঢাকা: রকিবুর রহমান। পুঁজিবাজার বিশ্লেষক ও মিউওয়ে সিকিউরিটিজের চেয়ারম্যান। বর্তমান ঢাকা স্টক এক্সচেঞ্জ পরিচালক। পুঁজিবাজারের চলমান বিষয় নিয়ে দৈনিক দেশ প্রতিক্ষণের সাথে আলাপকালে নানা সমস্যার কথাও তুলে ধরেন। পুঁজিবাজারে মুল সমস্যা আস্থা। প্রথমত বিনিয়োগকারীদের মাঝে আস্থা ফিরিয়ে আনতে হবে যে কোন মুল্যে। কারন আস্থা ফিরিয়ে আনতে না পারলে যতই ভাল সিদ্ধান্ত নেয়া হোক পুঁজিবাজার ভাল হবে না।

কারন দীর্ঘদিন ধরে পুঁজিবাজার অস্থিরতা থাকায় বিনিয়োগকারীদের মাঝে আস্থা সংকট প্রকট আকার ধারন করছে। এ অবস্থায় তারল্য সংকট দূর করে আস্থা ফিরিয়ে আনতে হবে। এক্ষেত্রে বিনিয়োগকারীদের মাঝে আস্থা ফিরিয়ে আনা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

রকিবুর রহমান বলেন, ‘বাজার ঠিক হতে সময় লাগবে। তবে তারল্য সংকট দূর করতে বাংলাদেশ ব্যাংক পাঁচ বছর মেয়াদি যে ফান্ড গঠনের উদ্যোগ নিয়েছে, তাতে আগামী দিনে বাজার পরিস্থিতি ভালো হবে। এখন পুঁজিবাজারের জন্য কোম্পানি বাই-ব্যাক আইন জরুরী। ভারতসহ বিভিন্ন দেশের শেয়ার বাজারে কোম্পানি বাই-ব্যাক আইন আছে।’

তিনি উল্লেখ করেন, কোম্পানি বাই-ব্যাক আইন থাকলে শেয়ারের মূল্য কমে গেলে কোম্পানি নিজেই শেয়ার কেনে নেবে। তিনি মনে করেন, স্কয়ারের চার পরিচালকের মতো শেয়ার কিনে নেওয়ার নজির অন্য কোম্পানিগুলোর পরিচালকদেরও দেখানো দরকার। যেসব ব্যাংকের শেয়ারের মূল্য কমে গেছে, সেই সব ব্যাংক দায়িত্ব নিয়ে বিনিয়োগ করলে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বাড়বে। বাজারের প্রতি ভয়টাও কেটে যাবে। তবে সবকিছুর আগে পুঁজিবাজারে সুশাসন জরুরি।