দেশ প্রতিক্ষণ, ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২ টাকা ৪০ পয়সা বা ৮.৮২ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, গতকাল কোম্পানিটি সর্বশেষ ২৯ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৭৫২ বারে ১৯ লাখ ৬২ হাজার ৫৯৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ৫৩ লাখ টাকা। গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে প্রভাতি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। গতকাল শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ৬০ পয়সা বা ৯.৮৫ শতাংশ। আজ শেয়ারটি সর্বশেষ ২৯ টাকা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে অগ্রনী ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৪০ পয়সা বা ৯.৭৬ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২৭ টাকা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৩৫৩ বারে ৬ লাখ ৬০ হাজার ২৮৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৭৫ লাখ টাকা। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- রিং শাইন টেক্সটাইল, বিডি অটোকার্স, লংকাবাংলা, মেট্রো স্পিনিং, হাক্কানি পাল্প, ইসলামী ইন্স্যুরেন্স ও ইন্টারন্যাশনাল লিজিং ফিন্যান্স অ্যান্ড সার্ভিসেস লিমিটেড।