দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি এস এস স্টিল লিমিটেড দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর’১৯) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ি, আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস বেড়েছে ৩৭ পয়সা।

জানা যায়, হিসাব বছরের ছয় মাসে (জুলাই-ডিসেম্বর’১৯) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৫ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ৭৮ পয়সা। এ হিসেবে কোম্পানিটির ইপিএস বেড়েছে ৩৭ পয়সা।

৩১ ডিসেম্বর ২০১৯ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৮ পয়সা (পুনঃমূল্যায়নকৃত)। যা আগের বছর একই সময় ছিল ১৫ টাকা ৯৩ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নীট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাড়িয়েছে ৬৯ পয়সা।