দেশ প্রতিক্ষণ, ঢাকা: ‘শেয়ার মানি ডিপোজিট’-কে মূলধনে রূপান্তরের আগে তা সম্ভাব্য শেয়ার হিসেবে বিবেচিত হবে বলে জানিয়েছে ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি)। অর্থাৎ শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) গণনায় ‘শেয়ার মানি ডিপোজিট’-কে বিবেচনায় নিতে হবে।

এফআরসির নির্বাহী পরিচালক মুহাম্মদ আনওয়ারুল করিমের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে ১১ ফেব্রুয়ারি এ তথ্য জানানো হয়। এফআরসি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘শেয়ার মানি ডিপোজিট’ হিসাবে প্রাপ্ত অর্থকে ৬ মাসের মধ্যে মূলধনে রূপান্তর করতে হবে। এ ছাড়া শেয়ার মানি ডিপোজিট বা অন্য যেকোনো নামেই মূলধন খাতে সংগৃহীত অর্থ ফেরত বা প্রত্যাহার করার সুযোগ থাকবে না।

ফিন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট (এফআরএ)-২০১৫ দ্ধারা বাংলাদেশে পরিগৃহীত ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডে (আইএফআরএস) উল্লিখিত মূলধন বা ইক্যুইটি সংজ্ঞার কার্যকরী বাস্তবায়নের লক্ষে এই গাইডলাইন জারি করা হয়েছে। এ গাইডলাইন পালনে ব্যত্যয়ের ক্ষেত্রে এফআরএ-২০১৫ এর ৪৮ ধারা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

যা আছে বিজ্ঞপ্তিতে: *মূলধন খাতে পাওয়া অর্থ যা শেয়ার মানি ডিপোজিট বা অন্যকোনো নামে কোম্পানির মূলধন বা ইক্যুইটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, তা কোনোভাবেই প্রত্যাহার বা ফেরত নেয়ার যোগ্য হবে না।

*এ খাতে পাওয়া অর্থ সর্বোচ্চ ছয় মাসের মধ্যে আইনগতভাবে মূলধনে রূপান্তরিত করতে হবে।

*মূলধন রূপান্তরের আগপর্যন্ত ওই তহবিল সম্ভাব্য শেয়ার হিসেবে বিবেচনা করতে হবে এবং সেই মোতাবেক ইপিএস গণনার অন্তর্ভুক্তি করতে হবে।