দেশ প্রতিক্ষণ, ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৬৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। ইউনিট দর সবচেয়ে বেশি বেড়েছে ওরিয়ন ফার্মার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের সপ্তাহের শেষ দিন ওরিয়ন ফার্মার শেয়ারের ক্লোজিং দর ছিল ২৭.৮০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩৭.৫০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৯.৭০ টাকা বা ৩৪.৮৯ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ওরিয়ন ফার্মা ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আইসিবি এম্প্লয়েজ প্রভিডেন্ট মিউচ্যুয়াল ফান্ড ওয়ান : স্কিমের ৩০.৪৩ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ২৮.৯৭ শতাংশ, এসকে ট্রিমসের ২৬.৩২ শতাংশ, আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ২২.৮১ শতাংশ,

আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২২.০৩ শতাংশ, ফার কেমিক্যালের ২০.৫৫ শতাংশ, সায়হাম টেক্সটাইলের ২০.৫৫ শতাংশ, হাক্কানি পাল্পের ২০.১১ শতাংশ এবং এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচ্যুয়ার ফান্ডের ইউনিট দর ১৯.৪৯ শতাংশ বেড়েছে।