দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১৪টি কোম্পানির ১৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিগুলোর ৪৪ লাখ ২৯ হাজার ৩৫০টি শেয়ার ২০ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১৫ কোটি ৪০ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৫ কোটি ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বিকন ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ ৩ কোটি ৭৯ লাখ ৫০ হাজার টাকার যমুনা ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ৩ কোটি ৬২ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার।

এছাড়া এডিএন টেলিকমের ৮ লাখ ২৮ হাজার টাকার, ব্যাংক এশিয়ার ৫৭ লাখ ৭ হাজার টাকার, ডাচ-বাংলা ব্যাংকের ৭ লাখ ৮৮ হাজার টাকার, ফাইন ফুডসের ৪৮ লাখ ৫০ হাজার টাকার, ইন্দো-বাংলা ফার্মার ৪০ লাখ ৫৩ হাজার টাকার, এমএল ডাইংয়ের ২২ লাখ ৩৯ হাজার টাকার,

ওয়াইম্যাক্সের ৪২ লাখ ২৫ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ৫ লাখ ১ হাজার টাকার, রূপালী ইন্স্যুরেন্সের ২১ লাখ ৯০ হাজার টাকার, এসকে ট্রিমসের ৩৮ লাখ ৪৪ হাজার টাকার এবং ভিএফএস থ্রেড ডাইংয়ের ৫ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।