দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারও উভয় পুঁজিবাজারে সূচকের বড় পতন হয়েছে। এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) প্রধান সূচক কমেছে প্রায় ৬৯ পয়েন্ট এবং অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক কমেছে ১৯৮ পয়েন্ট। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। এদিন ডিএসইতে ৫ মেঘা কোম্পানির নেতৃত্বে সূচকের বড় পতন হয়েছে। কোম্পানিগুলো হলো- গ্রামীণফোন, ইউনাইটেড পাওয়ার, বিএটিবিসি, স্কয়ার ফার্মা ও ব্র্যাক ব্যাংক।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ সূচক পতনের নেতৃত্ব দিয়েছে গ্রামীণফোন। প্রতিষ্ঠানটির শেয়ারদর কমেছে ৪ দশমিক ৭৬ শতাংশ। এর শেয়ারদর কমার কারণে ডিএসইর প্রধান সূচক কমেছে ১৫.২৮ দশমিক ১৬ পয়েন্ট।

ডিএসইর সূচক কমার দ্বিতীয় স্থানে ছিল ইউনাইটেড পাওয়ার। প্রতিষ্ঠানটির শেয়ারদর কমেছে ৩ দশমিক ১৫ শতাংশ। কোম্পানিটির শেয়ারদর কমার কারণে ডিএসইর প্রধান মূল্য সূচক কমেছে ৫ দশমিক ৯৩ পয়েন্ট। এরপর ডিএসইর সূচক কমার নেতৃত্বে ছিল বিএটিবিসি। কোম্পানিটির শেয়ারদর কমেছে ২ দশমিক ৪৫ শতাংশ। এরফলে ডিএসইর প্রধান মূল্য সূচক কমেছে ৫ দশমিক ৫০ শতাংশ।

এছাড়া, স্কয়ার ফার্মার দর কমেছে ১ দশমিক ৮৮ শতাংশ এবং ব্র্যাক ব্যাংকের ৪ দশমিক ৬৩ শতাংশ। প্রতিষ্ঠান ২টির শেয়ারদর কমার কারণে ডিএসইর সূচক কমেছে যথাক্রমে ৩ দশমিক ৭৫ শতাংশ ও ৩ দশমিক ২৫ শতাংশ।