দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি কেডিএস এক্সেসরিজ লিমিটেডের নতুন প্রকল্পে বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে। এই প্রকল্পের মধ্যে রয়েছে ইলাস্টিক ও লেবেল এর নতুন ইউনিট। গত ২৯ ফেব্রুয়ারি, শনিবার ইউনিট দুটিতে বাণিজ্যিক উৎপাদন শুরু হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, বেশ কিছুদিন পরীক্ষামূলক উৎপাদন সফল হওয়ার পর কোম্পানিটি বাণিজ্যিক উৎপাদনে গেছে। এই ইউনিটে বছলে সর্বোচ্চ ৪ কোটি পিস পণ্য উৎপাদন করা যাবে। নতুন ইউনিটের উৎপাদন কার্যক্রম চালু হওয়ায় প্রতি মাসে কোম্পানিটির বিক্রি বাড়বে ৩৩ লাখ টাকা। আর বছরে বিক্রি বাড়বে ৪ কোটি টাকা।