দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে গতি ফিরাতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ তহবিল সুবিধা কাজে লাগাতে আগ্রহী হয়ে উঠেছে বেসরকারি ন্যাশনাল ব্যাংক লিমিটেড (এনবিএল)। এ নিয়ে তহবিল গঠন প্রক্রিয়ায় যুক্ত হওয়া ব্যাংকের সংখ্যা দাঁড়াল ৫ এ।

জানা গেছে, এনবিএল প্রাথমিক পর্যায়ে ৪০ কোটি টাকার তহবিল সুবিধা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নিজস্ব অর্থায়নে এই তহবিল গঠন করবে ব্যাংকটি। পরবর্তীতে তহবিলের আকার বাড়তে পারে। তবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।এনবিএল সূত্রে এই তথ্য জানা গেছে। এর আগে ৪টি ব্যাংক তহবিল গঠনের প্রক্রিয়া শুরু করে।

এগুলো হচ্ছে-সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, সিটি ব্যাংক ও ঢাকা ব্যাংক। ব্যাংকগুলোর মধ্যে সিটি ব্যাংক ইতোপূর্বে নেয়া ৫০ কোটি টাকা বিনিয়োগ সুবিধার মেয়াদ বাড়ানোর জন্য বাংলাদেশ ব্যাংকে আবেদন করেছে। সোনালী ব্যাংক ২০০ কোটি এবং রূপালী ব্যাংক ৮০ কোটি টাকার তহবিল গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা ব্যাংকও ২০০ কোটি টাকার তহবিল গঠনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে।