দেশ প্রতিক্ষণ, ঢাকা: সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) খাতে ব্যাংকগুলোর ব্যয় কমেছে। ২০১৯ সালে সিএসআর খাতে ব্যাংকগুলো ৬৪৭ কোটি ৮৭ লাখ টাকা ব্যয় করেছে। যা ২০১৮ সালে ছিল ৯০৪ কোটি ৬৩ লাখ টাকা। এ হিসেবে এক বছরের ব্যবধানে সিএসআরে অনুদান কমেছে ২৫৬ কোটি ৭৬ লাখ বা ২৮ দশমিক ৩৮ শতাংশ। ব্যয়ের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম মানেনি বেশিরভাগ ব্যাংক।

শিক্ষায় সর্বোচ্চ ব্যয় করার নির্দেশনা থাকলেও অধিকাংশ ব্যাংক বেশি ব্যয় করেছে দুর্যোগ ব্যবস্থাপনায়। বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। এছাড়া ব্যাংকের বাইরে আর্থিক প্রতিষ্ঠানগুলো এ খাতে ২০১৯ সালে মাত্র ৩ কোটি ৭৯ লাখ টাকা ব্যয় করেছে। যা আগের বছর ছিল ৪ কোটি ৪ লাখ টাকা। অর্থাৎ শুধু ব্যাংক নয়; আর্থিক প্রতিষ্ঠানগুলোরও সিএসআর খাতে অনুদান দেয়া কমেছে।

এদিকে ইসলামী ব্যাংক বাংলাদেশের সিএসআর ব্যয় কমায় সামগ্রিক খাতে এর প্রভাব পড়েছে। ইসলামী ব্যাংক গেল বছর সিএসআর খাতে ব্যয় করেছে ১০৩ কোটি ১২ লাখ টাকা। ২০১৮ সালে ব্যাংকটির ব্যয় ছিল ২৮১ কোটি ৩২ লাখ টাকা। অর্থাৎ এক বছরে ব্যাংকটির ব্যয় কমেছে ১৭৮ কোটি ২০ লাখ টাকা।

জানা গেছে, ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের তহবিল থেকে ২০১৮ সালের শুরুর দিকে সরকারের মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রমে ২০০ কোটি টাকা দেয়া হয়। সামগ্রিকভাবে সিএসআর ব্যয় বাড়াতে যা ভূমিকা রাখে। এছাড়া ব্যাংকগুলোর মুনাফা কমায় সিএসআর ব্যয় কমেছে।

সিএসআর খাতে ২০১৯ সালে দ্বিতীয় সর্বোচ্চ ব্যয় করেছে বেসরকারি খাতের ডাচ্-বাংলা ব্যাংক। এ সময়ে ব্যাংকটি ব্যয় করেছে ৮৭ কোটি ৬৬ লাখ টাকা। যা ২০১৮ সালে ছিল ৮৩ কোটি ৪৯ লাখ টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২০১৯ সালে সিএসআর খাতে বেসরকারি ব্যাংকগুলো ব্যয় করেছে ৬২৪ কোটি ৭৮ লাখ টাকা। ২০১৮ সালে যা ছিল ৮৮৫ কোটি ৬৬ লাখ টাকা। রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলো ব্যয় করেছে ৭ কোটি ৯৪ লাখ। বিদেশি মালিকানাধীন ব্যাংকগুলো ব্যয় করেছে ১৫ কোটি ১৬ লাখ। ২০১৮ সালে যা ছিল ১৩ কোটি টাকা।

২০১৯ সালে সংকটে থাকা ব্যাংকগুলোর মধ্যে ছয়টি সিএসআর খাতে কোনো ব্যয় করতে পারেনি। সেগুলো হলো বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, কমিউনিটি ব্যাংক, পদ্মা ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগ ছয় মাস পর পর হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করে থাকে। বুধবার (১১ মার্চ) সর্বশেষ ২০১৯ সালের জুলাই-ডিসেম্বর সময়ের প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনের তথ্য বলছে, দেশে কার্যরত তফসিলি ব্যাংকসমূহ তাদের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার আওতায় ২০১৯ সালে (জুলাই-ডিসেম্বর) ৪০৮ কোটি ৫৪ লাখ টাকা সিএসআর তহবিল থেকে ব্যয় করেছে। এর মধ্যে সর্বোচ্চ ব্যয় হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা খাতে, যার পরিমান ১২৩ কোটি ৭৬ লাখ টাকা এবং যা মোট সিএসআর ব্যয়ের ৩০.৩০ শতাংশ। এ সময়ে দ্বিতীয় সর্বোচ্চ ব্যয় শিক্ষাখাতে। এ খাতে ব্যয় হয়েছে ১২০ কোটি ৫৬ লাখ টাকা। শিক্ষায় এ ব্যয় মোট সিএসআর ব্যয়ের ২৯.৫১ শতাংশ। স্বাস্থ্য খাতে ৪৯ কোটি ৬৫ লাখ টাকা যা মোট সিএসআর ব্যয়ের ১২.১৫ শতাংশ।