দেশ প্রতিক্ষণ, ঢাকা: রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ৬ ব্যাংক পুঁজিবাজারে বিনিয়োগ শুরু করেছে। রোববার থেকে বিনিয়োগ শুরু করবে আরও ২ ব্যাংক। এছাড়া, চলতি সপ্তাহের মধ্যে বিনিয়োগে সক্রিয় হচ্ছে আরও ৫ ব্যাংক। ফলে পুঁজিবাজারে ব্যাংকগুলো বিনিয়োগ করলে ঘুরে দাঁড়াবো পুঁজিবাজার। বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীল সূত্রে এমন তথ্য জানা গেছে।

এছাড়া ইতিমধ্যে বিনিয়োগ শুরু করছে ৬ ব্যাংক। ব্যাংকগুলো সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, সিটি ব্যাংক, ঢাকা ব্যাংক, ইউসিবিএল ও শাহজালাল ইসলামী ব্যাংক। সিটি ব্যাংক ছাড়া সবগুলো ব্যাংক নিজস্ব তহবিল হতে বিনিয়োগ শুরু করেছে। সিটি ব্যাংক পূর্বের নেয়া ৫০ কোটি টাকা বিশেষ তহবিলে রূপান্তর করেছে। এ সপ্তাহে ব্যাংকটির বিনিয়োগ আরও বাড়াবে।

এদিকে বাংলাদেশে ৩জনের শরীরে করোনাভাইরাসের আক্রান্তের খবরে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক কমেছিল রেকর্ড ২৭৮ পয়েন্ট। তবে সেই ৩জন এখন চিকিৎসার মাধ্যমে করোনাভাইরাস মুক্ত। একইসঙ্গে পুরো বাংলাদেশ বর্তমানে করোনাভাইরাস মুক্ত। এই সুসংবাদে পুঁজিবাজারে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। এছাড়া বিশ্ব পুঁজিবাজার ঘুরে দাঁড়াচ্ছে।

গত রবিবার (০৮ মার্চ) বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা জানান, দেশে ৩জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই খবর রবিবার বিকালে প্রকাশের পরেরদিন শেয়ারবাজারে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ে। সোমবার (০৯ মার্চ) ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স রেকর্ড ২৭৯ পয়েন্ট বা ৬.৫২ শতাংশ কমে।

এদিকে শনিবার (১৪ মার্চ) আইইডিসিআর এর পরিচালক মীরজাদী সেব্রিনা জানিয়েছেন, বাংলাদেশে এখন করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগী নেই। যে ৩জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন, তাঁদের সবাই এখন করোনামুক্ত। যা নিসন্দেহে শেয়ারবাজারের জন্য ইতিবাচক। এই খবর শেয়ারবাজারে প্রত্যক্ষভাবে প্রভাব ফেলবে।

বাজার সংশ্লিষ্টদের মতে, বাংলাদেশ করোনাভাইরাস মুক্ত হওয়া শেয়ারবাজারসহ পুরো দেশের জন্য সুখবর। এটা নিসন্দেহে বিনিয়োগকারীদের মধ্যে একটা ইতিবাচক বার্তা পৌছাবে এবং সাহস জোগাবে। ঠিক যেভাবে করোনাভাইরাসে আক্রান্তের খবর ভীত করেছিল এবং নেতিবাচক প্রভাব বিস্তার করেছিল।

দেশ করোনাভাইরাস মুক্ত হওয়ার খবরে শেয়ারবাজার সংশ্লিষ্ট ফেসবুকের বিভিন্ন পেজে বিনিয়োগকারীদের ইতিবাচক মনোভাব লক্ষ্য করা গেছে। আগামিকাল শেয়ারবাজার ঘুরে দাড়াঁবে বলে বিনিয়োগকারীদের বিভিন্ন স্ট্যাটাস দেখা গেছে।

এ বিষয় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক রকিবুর রহমান মুঠোফোনে আলাপকালে বলেন, বাংলাদেশে ৩জনের শরীরে করোনাভাইরাসের আক্রান্তের খবর পাওয়া গিয়েছিল। তারা সবাই সুস্থ। সুতারাং বাজার দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরবে। বিনিয়োগকারীরা বুঝে শুনে বিনিয়োগ করলে লোকসান হওয়ার সম্ভাবনা নেই। এখন বিনিয়োগের সময়।