দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে করোনাভাইরাস আতঙ্কে দেশের শুরুতেই বড় ধস নেমেছে। চলমান এই পরিস্থিতি সামাল দিতে আগামি ২ সপ্তাহ লেনদেন বন্ধ রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ পুজিঁবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ।

এদিন দুপুরে ঐক্য পরিষদের সাধারন সম্পাদক কাজী আব্দুর রাজ্জাকের নের্তৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক কাজী সানাউল হকের কাছে এই দাবি জানান।

বিনিয়োগকারীরা লেনদেন বন্ধ রাখার দাবি করলেও ডিএসই বিষয়টি নিয়ে এই মুহূর্তে ভাবছে না। বরং চলমান মন্দাবস্থা কিভাবে কাটিয়ে উঠা যায়, তা নিয়ে চিন্তা করছেন। উল্লেখ্য, সম্প্রতি শেয়ারবাজারের ধস সামলাতে আমেরিক, ভারত ও পাকিস্তানে সাময়িক লেনদেন বন্ধ করার মতো ঘটনা ঘটেছে।

এসময় ডিএসইর প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) আব্দুল মতিন পাটোয়ারি, প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) এম সাইফুর রহমান মজুমদার, উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) শফিকুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।