মনির হোসেন, দেশ প্রতিক্ষণ, কুমিল্লা: কুমিল্লা জেলায় টমেটোর অধিক ফলনে কৃষকসহ তাদের পরিবারের মুখে হাসি ফুটেছে। ক্ষেত থেকে তুলে এনে কুমিল্লার অন্যতম বারোমাসি সবজি বাজার নিমসারে আনা হচ্ছে টনে টনে টমেটো।তিন প্রজাতির লাল টমেটো বিক্রিতে এবারে মুনাফাও পাচ্ছেন টমেটোচাষিরা। এবারে কুমিল্লায় অনুকূল আবহাওয়া টমেটোর বাম্পার ফলন কৃষকদের জন্য আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে। গত পাঁচ বছরের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে।

শীত শেষ হয়ে রীতিমত গরমের দাপট চলছে। এখনো চাষিরা জমি থেকে টমেটো তুলছেন। এবার অধিক ফলনের পাশাপাশি বাজারে ভালো দাম পাওয়ায় চাষিদের আনন্দের মাত্রাটাও যোগ হয়েছে বেশি।

কুমিল্লার প্রায় সবকটি উপজেলাতেই টমেটোর ব্যাপক ফলন হয়েছে। উপযুক্ত দাম চাষিদের আরো উৎসাহিত করে তুলেছে। এখানকার উৎপাদিত টমেটো স্থানীয় চাহিদা মেটানোর পরও রাজধানী ঢাকাসহ নারায়ণগঞ্জ, ফেনী, নোয়াখালী ও চট্টগ্রামের বিশাল জনগোষ্ঠীর চাহিদা পূরণ করছে। এবারের মৌসুমে কুমিল্লায় টমেটোর ফলন গত ৭/৮ বছরের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে।

অনন্যা, বিগল, রকি, ডেলটা, অলক, প্রসূন, ঐশী, হিরোপ্লাস, সফল, চিরঞ্জীব, বিউটিফুল, বিএল-৬৪২ এবং অপূর্বসহ চৌদ্দটি উন্নত জাতের টমেটো আবাদ করেছেন চাষিরা। শীত শুরুর আগে ২ হাজার ৭ হেক্টর জমিতে টমেটোর আবাদ হয়েছে। গতবারের চেয়ে এবার প্রায় ২০০ হেক্টর বেশি জমিতে টমেটোর আবাদ হয়েছে।

কুমিল্লার চান্দিনা উপজেলায় সবচেয়ে বেশি ৪৭০ হেক্টর জমিতে টমেটো আবাদ হয়। চান্দিনা উপজেলায় সহস্রাধিক টমেটো চাষি রয়েছেন। যারা বাণিজ্যিকভাবে টমেটো চাষ করে সাবলম্বী। টমেটো ফলনে এরপরেই রয়েছে বরুড়া, বুড়িচং, দেবিদ্বার, কুমিল্লা সদর, সদর দক্ষিণ ও নাঙ্গলকোট উপজেলার স্থান। এছাড়াও দাউদকান্দি ও হোমনাসহ অন্যান্য উপজেলাতেও কমবেশি টমেটো আবাদ হয়।

কৃষি সম্প্রসারণ অফিস কুমিল্লার উপ-পরিচালক কৃষিবিদ দিলীপ কুমার অধিকারি জানান, কৃষি কর্মকর্তাদের নজরদারি ও উপজেলা পর্যায়ে চাষিদের পরামর্শ দেয়া হয়। বিশেষ করে উপ-সহকারি কৃষি কর্মকর্তাদের দেয়া আধুনিক প্রযুক্তিতে কৃষকদের প্রশিক্ষণ, পরামর্শসহ সবধরণের লজিস্টিক সার্পোট দেয়া এবং আবহাওয়া সময়োপযোগী হওয়ায় এবার টমেটো উৎপাদন বাম্পার হয়েছে। কুমিল্লা জেলায় উৎপাদিত টমেটো স্থানীয় জনগোষ্ঠীর চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলাতেও যাচ্ছে।

গেল বছর কুমিল্লায় এক হাজারের বেশি হেক্টর জমিতে টমেটো চাষ হয়েছে। যা লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। কুমিল্লার কৃষি সম্প্রসারণ বিভাগের নজরদারি ও উপজেলা পর্যায়ে চাষিদের কৃষি কর্মকর্তারা প্রশিক্ষণ, পরামর্শসহ সব ধরনের লজিস্টিক সাপোর্ট দেয়াতে এবং আবহাওয়া সময়োপযোগী হওয়ায় এবারে লক্ষ্যমাত্রা অনেক ছাড়িয়ে গেছে। কুমিল্লা জেলায় বিভিন্ন উপজেলার চেয়ে চান্দিনায় সবচেয়ে বেশি টমেটো চাষ হয়ে থাকে। চান্দিনা উপজেলায় উঁচু ও নিচু জমিতে পৃথকভাবে দুবার টমেটো চাষ হয়।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগন্জ দক্ষিণ ইউনিয়নের টামটা গ্রামে বিষমুক্ত টমেটোর বাম্পার ফলনে টমেটোচাষিরা জানান, সব মৌসুমেই ব্যাপক পরিমাণ সবজি উৎপাদন হয়ে থাকে। টমেটোর চাষ এলাকায় জনপ্রিয় হয়ে উঠেছে। এবার টমেটোর ব্যাপক ফলন করেছেন তারা। টমেটো পাকার সঙ্গে সঙ্গে বাজারে নিয়ে আসতে হয়। কাঁচা মাল ঘরে রাখা যায় না। তাই সংরক্ষণের জন্য সরকারিভাবে হিমাগারের ব্যবস্থা করা হলে চাষিরা তাদের সবজির ভালো দাম পাবেন।