দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজার উন্নয়নে এবং বাজারে তফসিলি ব্যাংকগুলোর বিনিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এবং এসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন বিএবি সূত্রে এই তথ্য জানা গেছে।

সোমবার (১৬ মার্চ) বিকাল সাড়ে ৪ টায় আগারগাঁও পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভাটি শুরু হয়। সভায় সভাপতিত্ব করবেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো: আসাদুল ইসলাম।

মতবিনিময় সভায় উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ফজলে কবির, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

জানা গেছে, পুঁজিবাজারের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে বাংলাদেশ ব্যাংক তফসিলি ব্যাংকগুলোর জন্য বিশেষ তহবিল গঠনের সুযোগ ঘোষণা করলেও তাতে কাঙ্খিত সাড়া না পাওয়ায বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছেন অর্থমন্ত্রী।