দেশ প্রতিক্ষণ, ঢাকা: অস্থিতিশীল পুঁজিবাজার থেকে স্থিতিশীল পুঁজিবাজার ফেরাতে বুধবার ১৩ ব্যাংক পুঁজিবাজারে ১৬ কোটি বিনিয়োগ শুরু করছে। ব্যাংকগুলো নিজস্ব ও সাবিডিয়ারি কোম্পানির মাধ্যমে এই বিনিয়োগ করেছে। বর্তমান পুঁজিবাজারের স্বার্থে এ বিনিয়োগ অব্যাহত রাখবে। এছাড়া অন্যান্য ব্যাংকগুলো দ্রুত বিনিয়োগে আসবে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

বুধবার শেয়ারবাজারে বিনিয়োগ শুরু করেছে: ইসলামি ব্যাংক, পূবালি ব্যাংক, ইষ্টার্ন ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ঢাকা ব্যাংক, এবি ব্যাংক, এনআরবিসি ব্যাংক, আল-আরাফাহ ইসলামি ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক, ইউসিবি ব্যাংক, সিটি ব্যাংক এবং এক্সিম ব্যাংক। মূলত এই ব্যাংকগুলো তাদের সাবসিডিয়ারি ব্রেকারেজ হাউজের মাধ্যমে বিনিয়োগ করেছে।

বুধবার ব্যাংকগুলো থেকে ১৫ কোটি ৬৩ লাখ ৮৯ হাজার ৪৪৩ টাকার শেয়ার কেনা হয়েছে। আর বিক্রি করা হয়েছে ৩ কোটি ৬৪ লাখ ৩৪ হাজার ৬৭০ টাকার। যাতে নিট বিনিয়োগ দাড়িঁয়েছে ১১ কোটি ৯৯ লাখ ৫৪ হাজার ৭৭৩ টাকার শেয়ার কেনা হয়েছে।