দেশ প্রতিক্ষণ, ঢাকা: করোনাভাইরাস আতঙ্কে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেনের সময় এক ঘন্টা কমানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আগামী রোববার (২২ মার্চ) থেকে পুঁজিবাজারের লেনদেনের সময় এক ঘণ্টা কমানো হয়েছে।

অর্থাৎ পুঁজিবাজারে লেনদেন শুরু হবে বেলা ১০টা ৩০ মিনিটে। যা শেষ হবে বেলা ১টা ৩০ মিনিটে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। গতকাল বুধবার বিকেলে রাজধানীর নিকুঞ্জে ডিএসইর ৯৫২তম পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

তবে আজ বৃহস্পতিবার থেকেই নতুন নিয়মে লেনদেন হওয়ার কথা ছিল পুঁজিবাজারে। কিন্তু করোনাভাইরাস আতঙ্কে পুঁজিবাজারে তীব্র দর পতনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশে বিএসইসি শেয়ারের সার্কিটব্রেকার পুনর্বিন্যাসের নির্দেশ দিয়েছে দুই স্টক এক্সচেঞ্জকে। সে অনুসারে কারিগরি প্রস্তুতি নেওয়ায় লেনদেন শুরু হতে বিলম্ব হয় বৃহস্পতিবার।

প্রসঙ্গত, সারা বিশ্বে করোনা ভাইরাস পরিস্থিতির ভয়াবহতায় বাংলাদেশে বিশেষ সতর্কতার স্বার্থে স্কুল কলেজ বন্ধ ঘোষণা, সভা-সমাবেশ সীমিত করণের পাশাপাশি ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সময়সূচির পরিবর্তন আনা হয়েছে।