দেশ প্রতিক্ষণ, ঢাকা: করোনাভাইরাসের কারণে ২৯ মার্চ থেকে ০২ এপ্রিল পর্যন্ত সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে নির্বিঘ্নে জনসাধারণ যাতে লেনদেন করতে পারেন সে জন্য বাণিজ্যিক ব্যাংকগুলো খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (২৩ মার্চ) এই সিদ্ধান্ত নিয়েছে। তবে লেনদেন ও অফিস আওয়ার কমানো হয়েছে।

বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম। তিনি বলেন, ঘোষিত সরকারি ছুটির দিনগুলোতে ২ঘণ্টা লেনদেন হবে। লেনদেন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে। তবে ব্যাংক খোলা থাকবে দুপুর দেড়টা পর্যন্ত।