দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহজুড়ে দরপতনের শীর্ষে বিএসআরএম লিমিটেড। বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের (বিএসআরএম লিমিটেড)।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। গত সপ্তাহে বিএসআরএম লিমিটেডের শেয়ার দর কমেছে ৯.৫৫ শতাংশ। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ম্যাকসন্স স্পিনিং মিলসের ৮.৯৩ শতাংশ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের ৮.৮২ শতাংশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৮.৮০ শতাংশ, তসরিফা ইন্ডাস্ট্রিজের ৮.৭০ শতাংশ, প্যাসিফিক ডেনিমসের ৮.৬০ শতাংশ, দুলামিয়া কটনের ৮.৪৪ শতাংশ, এমআই সিমেন্টের ৮.৩৭ শতাংশ, জনতা ইন্স্যুরেন্সের ৮.১৩ শতাংশ এবং এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ৮.১০ শতাংশ দর কমেছে।