দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে এসিআই ফরমূলেশনসের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। গত সপ্তাহে এসিআই ফরমূলেশনসের শেয়ার দর বেড়েছে ২২.৫০ শতাংশ। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মতিন স্পিনিং মিলসের ১৮.৯৮ শতাংশ, মার্কেন্টাইল ব্যাংকের ১৮.৬৯ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১৭.১৪ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্সের ১৪.১৮ শতাংশ, স্ট্যান্ডার্ড ব্যাংকের ১২.৮২ শতাংশ, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের ১২.৮০ শতাংশ, এক্সিম ব্যাংকের ১১.৬৩ শতাংশ, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ১০.১৪ শতাংশ এবং প্রাণের ৯.৮১ শতাংশ দর বেড়েছে।