দেশ প্রতিক্ষণ, ঢাকা: করোনাভাইাসে খাদ্য সংকট দেখা দিলেও ইরি মৌসুমের ধান যদি সঠিকভাবে কৃষক ঘরে তুলতে পারে, তাহলে সেই সংকট মোকাবিলা করা সহজ হবে। করোনার জন্য শ্রমিক সংকট হওয়ায় তিতুমীর কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা গাজীপুর, নরসিংদী, যশোর, বরিশালসহ দেশের বিভিন্ন জায়গায় কৃষকদের বিঘা বিঘা জমির ধান কেটে মাড়াই করে দিয়েছে।

তিতুমীর কলেজের ছাত্রলীগ নেতা তানিম খান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষে আমরা কাজ করে যাচ্ছি সবসময়। এক অসহায় কৃষককে দেখতে পেয়ে আমরা ছাত্রলীগ কর্মীরা তাকে ধান কেটে মাড়াই করে দিয়েছি।’

মুঠোফোনে তিতুমীর কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল বলেন, করোনায় ক্যাম্পাস বন্ধ থাকায় আমার ক্যাম্পাসের ছাত্রলীগের নেতা-কর্মীরা এখন যার যার বাড়িতে অবস্থান করছেন। এসময় ফোনে খোঁজ-খবর নিয়ে জেনেছি অনেকেই মাঠে নেমে ধান কেটে সহযোগিতা করছেন কৃষকদের।’