দেশ প্রতিক্ষণ, ঢাকা: করোনানাভাইরাসের বিস্তার যতই চূড়ান্ত পর্যায়ের (Peak) দিকে যাচ্ছে ততই বেশি সংখ্যক মানুষ এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। সোমবার দেশে সর্বোচ্চ ১ হাজার ৩৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল। পরদিন রোগীর সংখ্যা একটু কমলেও আজ আবার তা বেড়ে গেছে। একদিনে নতুন রোগী শনাক্তের রেকর্ড হয়েছে আজ।

গত ২৪ ঘণ্টায় নতুন রোগী পাওয়া গেছে আরও ১ হাজার ৪১ জন। গত পাঁচ দিনে দেশে যথাক্রমে ১১৬২, ৯৬৯, ১0৩৪, ৮৮৭ ও ৬৩৬ জন রোগী শনাক্ত হয়েছিল। সর্বশেষ তথ্য অনুসারে দেশে নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৮৬৩ জন।

গত ২৪ ঘণ্টায় দেশে মোট ৭ হাজার ৩৯৩ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর নমুনা সংগ্রহ হয়েছে ৭ হাজার ৮৩৭ টি। আজ বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে সংস্থার অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানিয়েছেন।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৪ জন মারা গেছেন। গতকাল দেশে সবর্কোচ্চ ১৪ জনের মৃত্যু হয়েছিল। রোববার দেশে করোনায় দ্বিতীয় সর্বোচ্চ ১৪ জনের মৃত্যুর খবর দেওয়া হয়েছিল। এর আগে ১৭ এপ্রিল ১৫ জনের মৃত্যু হয়েছিল করোনায়।

আগের ৫ দিনে মারা গিয়েছিলেন ১৯, ১১, ১১, ৭ ও ১৩ জন। সর্বশেষ তথ্য অনুসারে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮৩ জনে। গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২১৪ জন সুস্থ হয়েছেন বলে জানানো হয়েছে। এ নিয়ে মোট সুস্থ হলেন ৩ হাজার ৩৬১ জন।