দেশ প্রতিক্ষণ, ঢাকা: মানবদেহে ক্যান্সারসহ নানা জটিল রোগের জন্য দায়ী তামাক ও তামাকজাত দ্রব্য। সেই তামাক পাতার প্রোটিন থেকে করোনা ভাইরাসের একটি সম্ভাব্য প্রতিষেধক তৈরির দাবি করেছেন একদল গবেষক।

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ-মার্কিন একটি সিগারেট সংস্থার ওই গবেষকদের দাবি- ওই ভাইরাসের শরীরের কিছু অংশ তথা অ্যান্টিজেন তামাকগাছে প্রবেশ করানো হয়েছিল। পরে সেই গাছের পাতার নির্যাস পরিশোধন করে তৈরি হয়েছে সম্ভাব্য প্রতিষেধকটি। প্রাথমিক পরীক্ষায় ভালো ফল মিলেছে। এবার মানবদেহে প্রতিষেধকটি পরীক্ষা করতে প্রস্তুত তারা।

বিশ্বের অন্যতম বৃহত্তম সিগারেট উৎপাদনকারী সংস্থাটি গত মাসেই এ বিষয়ে জানিয়েছিল। এতে বিতর্ক তৈরি হলেও গবেষণা থামাননি তারা।

গত শুক্রবার (১৫ মে) সংস্থাটি জানিয়েছে, মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) অনুমতি মিললে আগামী মাসেই মানবদেহে এই প্রতিষেধকের প্রথম পর্যায়ের পরীক্ষা শুরু হতে পারে। সরকারি সংস্থার সাহায্য এবং ঠিকমতো প্রস্তুতকারী মিললে সপ্তাহে ১০ থেকে ৩০ লাখ ডোজ তৈরির পরিকল্পনা রয়েছে তাদের।