দেশ প্রতিক্ষণ, ঢাকা: করোনা ভাইরাসে আক্রান্তের উপসর্গ নিয়ে এক পুলিশ সদস্য ও ব্যাংকের মৃত্যুর খবর পাওয়া গেছে। করোনা ভাইরাসে আক্রান্তের উপসর্গ নিয়ে মারা গেলেন জনতা ব্যাংকের লোকাল অফিসের এক কর্মকর্তা। আজ বৃহস্পতিবার (২১ মে) ভোর রাতে ঢাকা মেডিকেল কলে হাসপাতালে তার মৃত্যু হয়। করোনা উপসর্গ নিয়ে মারা গেলেও এখনও পর্যন্ত চূড়ান্ত রিপোর্ট পাওয়া যায়নি বলে জানিয়েছেন জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম আজাদ।

খোঁজ নিয়ে জানা যায়, জনতা ব্যাংকের অ্যাডমিন শাখায় কর্মরত ছিলেন হাসিব। মৃত্যুর সময় এক ছেলে ও এক মেয়ে রেখে যান তিনি। হাসিবুর রহামানের গ্রামের বাড়ি মাকিগঞ্জ জেলার বালিয়াটি উপজেলায়। জনতা ব্যাংকে ২০০৯ সালে কর্মজীবন শুরু করেন তিনি।

উল্লেখ, এপর্যন্ত কোভিড-১৯ পজেটিভ ব্যাংকারের সংখ্যা ৫৬ জন। এদের মধ্যে মারা গেছেন চারজন। মৃতদের মধ্যে রয়েছেন সোনালী ব্যাংকের ১ জন, রূপালী ব্যাংকের ১ জন ও দি সিটি ব্যাংকের ২ জন কর্মকর্তা।

সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনায় আক্রান্ত ব্যাংকারের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন সোনালী ব্যাংকের কর্মকর্তারা। সোনালী ব্যাংকের ৩০ কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। এছাড়াও অগ্রণী ব্যাংকের ৩ জন, রূপালী ব্যাংকের ৩ জন, বেসরকারি ইসলামী ব্যাংকের ১০ জন, সাউথইস্ট ব্যাংকের ৩ জন, মার্কেন্টাইল ব্যাংকের ১ জন, বাংলাদেশ কৃষি ব্যাংকের ২ জন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ১ জন ও সিটি ব্যাংকের ২ জন কর্মকর্তা রয়েছেন।

এদিকে করোনা ভাইরাস প্রতিরোধে দায়িত্ব পালনকালে পুলিশের আরেক সম্মুখযোদ্ধা কনস্টেবল মোখলেছুর রহমান আক্রান্ত হয়ে মারা গেছেন, (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি চট্টগ্রাম জেলা পুলিশের অধীন সদর কোর্টে কর্মরত ছিলেন।

আজ বৃহস্পতিবার (২১ মে) সকালে তিনি মারা যান। পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (গণমাধ্যম) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। মোখলেছুর রহমানের বাড়ি চাঁদপুর জেলার শাহরাস্তি থানার টামটা গ্রামে। তিনি স্ত্রী, তিন কন্যা ও এক পুত্র সন্তান রেখে গেছেন। মো. মোখলেছুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

সোহেল রানা জানান, মোখলেছুর রহমানের মরদেহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। উল্লেখ্য, এ নিয়ে বাংলাদেশ পুলিশের ১০ সদস্য করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।

কন্সটেবল মোখলেছুর ছাড়া বাকি ৯ জন মৃত্যুবরণকারী সদস্য হলেন- ডিএমপির কনস্টেবল জসিম উদ্দিন, এএসআই মো. আব্দুল খালেক, ট্রাফিক বিভাগের কনস্টেবল মো. আশেক মাহমুদ , পিওএমের এসআই সুলতানুল আরেফিন, পুলিশের বিশেষ শাখার এসআই নাজির উদ্দীন, পিওএমের এএসআই শ্রী রঘুনাথ রায়, এসআই জালাল উদ্দিন, ট্রাফিক কন্সটেবল মো. নঈমুল হক, এসবির এসআই মুজিবুর রহমান। এদিকে আজ বৃহস্পতিবার পর্যন্ত সারাদেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৫১১, আর মারা গেছেন ৪০৮ জন এবং সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৬০২ জন।