দেশ প্রতিক্ষণ, ঢাকা: ফরিদপুরের বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী উপজেলায় ঈদ উপলক্ষে ঘরে ঘরে উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার। সম্প্রতি ঘূর্ণিঝড় আম্পান ও করোনা ভাইরাসের কারণে কর্মহীন অসহায় মানুষদের বাছাই করে উল্লিখিত তিন উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-১ আসনের প্রায় ২ হাজার পাঁচশ পরিবারের মধ্যে দেয়া হয় এসব সামগ্রী।

‘অন্ন যাবেনা বৃথা’ এ স্লোগানকে সামনে রেখে লিয়াকত শিকদারের ব্যবস্থাপনায় আজ শনিবার সকাল ১১টার দিকে বোয়ালমারী উপজেলা হতে এসব সামগ্রী বিতরণ শুরু হয়।

এ সময় বোয়ালমারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান ইসরাফিল মোল্যা, বোয়ালমারী উপজেলা যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম, সাবেক ছাত্রনেতা রাহাদুল আক্তার তপন প্রমুখ উপস্থিত ছিলেন।

লিয়াকত শিকদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আম্ফান ও করোনা ভাইরাসের কারণে কর্মহীন মানুষের অসহায়ত্ব দুর করার লক্ষ্যে তাদের মাঝে সামান্য এ ঈদ উপহার পৌঁছে দিচ্ছি। আগামীতেও এ সহায়তা অব্যাহত থাকবে।